‘কিশোর কুমার জুনিয়র’

0
876

মান্না,মুকেশ ,হেমন্ত, লতা, আশা কিশোর রফি কন্ঠীরা কয়েক দশক ধরে গান গেয়ে গিয়েছেন ৷তবে তাদের প্রতিভার যোগ্য সমাদর ও শিল্পী সত্ত্বার বিকাশ খুব সহজ হয় নি৷এইসব মাচা শিল্পীদের জীবন সংগ্রামের কাহিনী নিয়েই পরি চালক কৌশিক গাঙ্গুলীর ছবি কি শোর কুমার জুনিয়র৷মূলত এটি গানের ছবি।কুমার শানু বহুদিন পর উজাড় করে গান গেয়েছেন ৷প্রসেন জিৎ চট্টপাধ্যায়ের অভিনয় দীর্ঘ দিন মনে রাখার মত| অপরাজিতা অাঢ্য,ঋতব্রত মুখোপাধ্যায ও রাজেশ শর্মা যথাযথ৷রাজস্থানের জয়সলমীরের মরুভূমির মধ্যে কেল্লাতে ছবির শ্যুটিং চিত্রগ্রহণে আলাদা মাত্রা যোগ করেছে।সব শেষে বলি বাংলা ছবি দেখুন ও সবাইকে দেখতে বলুন|

Previous articleউন্নয়নের বার্তা ছড়িয়ে যাক সর্বত্র…
Next articleটিটাগড়ে গুলিবিদ্ধ তৃণমূল নেতার মৃত্যুকে ঘিরে উত্তেজনা, ধৃত ৪,চলছে পুলিশের টহলদারি:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here