কলকাতা পুরসভার উপনির্বাচনে প্রথম তৃণমূল,দ্বিতীয় বিজেপি..বিস্তারিত জানতে পড়ুন

0
789

দেশের সময় ওয়েব ডেস্ক:কলকাতা পুরসভার ১১৭ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনে বিপুল ভোটে জয় পেলেন তৃণমূল প্রার্থী অমিত সিংহ৷ তার নিকটতম প্রতিদ্বন্দ্বীকে ৫,৪৮২ ভোটে হারালেন তিনি৷ অমিত সিংহ পেয়েছেন ৭,৯২৬ ভোট৷ উপনির্বাচনে দ্বিতীয় স্থানে রয়েছে বিজেপি৷ এর আগেও এই কেন্দ্রে দ্বিতীয় স্থানেই ছিল বিজেপি। তবে গেরুয়া শিবিরের কাছে অস্বস্তির খবর, দ্বিতীয় স্থানটি ধরে রাখলেও ভোট কমেছে তাদের। অন্যদিকে, জয়ের ব্যবধান বেশ খানিকটা বেড়েছে তৃণমূলের। ২০১৬ সালে মারা যান ১১৭ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর শৈলেন দাশগুপ্ত৷ তাঁর মৃত্যুর পর প্রায় দু’বছর থমকে ছিল উপনির্বাচন৷ অবশেষে তৃণমূল প্রার্থী হিসেবে উপনির্বাচনে লড়েন অমিত সিং৷ প্রতিদ্বন্দীদের হারিয়ে জয়ী হলেন তিনি৷ উন্নয়নের নিরিখে মানুষ তাঁকে কাউন্সিলর হিসাবে বেছে নিয়েছেন বলেই জানান সদ্য জয়ী তৃণমূল প্রার্থী অমিত সিং৷ বিজেপি প্রার্থী সোমনাথ ব্যানার্জি পেয়েছেন ২,৪৪৪ ভোট৷ তৃতীয় স্থানে রয়েছে সিপিএম৷ অমিতাভ কর্মকার পেয়েছেন ১,০১১ ভোট৷ মেয়র পারিষদ তারক সিংয়ের ছেলে অমিত৷ পাশের ওয়ার্ডের কাউন্সিলর তারক সিং। দীর্ঘদিন কাউন্সিলর না থাকায় বিভিন্ন প্রশাসনিক কাজে বাধ্য হয়েই তাঁর দ্বারস্থ হতেন ১১৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা। হাসিমুখে তাঁদের পাশে দাঁড়াচ্ছিলেন তারকও। এমনকী কন্যাশ্রী, রূপশ্রীর মতো সরকারি প্রকল্পের সুফল পেতেও বিস্তর কাঠখড় পোহাতে হচ্ছিল এলাকাবাসীদের। সমস্যা হচ্ছিল মৃতদেহ সৎকারেও৷ এমন অভিযোগও একাধিকবার জানিয়েছেন এলাকাবাসীরা৷ প্রায় দু’বছরের মাথায় উপনির্বাচনে তৃণমূল জয়ী হওয়ায় সমস্যার সমাধান হল৷ বুধবার ১১৭ নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের ফলাফল প্রকাশের পরই আবির খেলায় মাতেন তৃণমূল কর্মীরা৷ জয়ের পরেই অমিত সিংহ মেয়র ববি হাকিমের সাথে দেখা করে শুভেচ্ছা বিনিময় করেন৷

Previous articleনামল পারদ,থাকবে বড়দিন পর্যন্ত,বলছে হাওয়া অফিস
Next articleতখন তার দখলে যুবভারতী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here