কলকাতার বনেদি বাড়ির পুজো : জোড়াসাঁকো দা পরিবারের সন্ধিপূজা

0
1607

দেখুন ভিডিও:

অর্পিতা দে,কলকাতা:

কলকাতার বনেদি বাড়ির পুজোর মধ্যে অন্যতম হলো জোড়াসাঁকোর দা বাড়ি ।১৬১ বছরের পুরোনো এই পুজো ১৮৫৯ সালে নরসিংহ চন্দ্র দা শুরু করেন ৷

বৈষ্ণব মতে দেবী এখানে পূজিতা হন কন্যা রূপে। বাড়ির পুরুষ সদস্যরাই পূজার যোগার করে৷৷ ভোগ নৈবেদ্য স্বরূপ দেয়া হয় বাড়িতে মিষ্টি, চাল ও লুচি। এছাড়া অন্য কোনোপ্রকার রান্না ভোগ দেয়ার প্রচলন নেই৷ কথিত আছে দূর্গা এখানে গয়না পড়তে আসেন৷ দা বাড়ির পূজার অন্যতম বিশেষত্ব হলো সন্ধি পুজো শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তে এখানে কামান চালানো হয় ও তারপর সন্ধিপূজা শুরু হয় ৷

Previous articleদেশের সময়- পুজো পরিক্রমা: বনগাঁ এগিয়েচলো সংঘ,থিম তমলুকের প্রাচীন রাজ বাড়ী
Next articleমহানবমীর সকালে বৃষ্টিতে ভিজল পুজো মণ্ডপ, বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here