করোনা পরিস্থিতি মাথায় রেখে মুখ্যমন্ত্রী উৎসব পালনের বার্তা দিলেন উত্তরকন্যার বৈঠকে

0
649

দেশের সময় ওয়েবডেস্কঃ উত্তরকন্যায় দ্বিতীয় দিনের প্রশাসনিক বৈঠকে করোনা পরিস্থিতিকে মাথায় রেখেই উৎসব পালনের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘‘সমস্ত অনুষ্ঠানই হবে। তবে স্বাস্থ্যবিধি মেনে।’’ পুজোর দিনগুলিতে যাতে কোনও জমায়েত না হয়, তারজন্য পুলিশকে সতর্ক থাকার নির্দেশ দিলেন।

বুধবার উত্তরকন্যায় কোচবিহার, দার্জিলিং ও কালিম্পং জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। এই তিন জেলার করোনা পরিস্থিতি নিয়ে বিশদে খোঁজ নেন। কালিম্পঙের পরিস্থিতি এখনও ঘোরালো বলে মুখ্যসচিব রাজীব সিনহার কাছে জানতে পেরেই এর কারণ জানতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। অবিলম্বে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার নির্দেশ দেন। কালিম্পঙের মতো পাহাড়ি এলাকায় কেন করোনা বাড়ছে তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি গ্রিন জোনে যাতে কোনওভাবেই সংক্রমণ ছড়াতে না পারে সে ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেন।

উত্তরকন্যার এই বৈঠক থেকেই এ দিন মুখ্যমন্ত্রী জলপাইগুড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। বাগডোগরা বিমানবন্দরের সম্প্রসারণের জন্য ১০৪ একর জমি দেওয়ার কথা ঘোষণা করেন।

বিস্তারিত আসছে…

Previous articleনতুন সর্বভারতীয় সহ সভাপতি মুকুল রায়কে ,দিল্লিতে অভ্যর্থনা জানালেন রবি কিষাণ, মনোজ তিওয়ারি
Next articleমানুষ মারা গেলে কোথায় যায়!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here