দেশের সময় ওয়েব ডেস্কঃ দিল্লি, কর্নাটক, মহারাষ্ট্র আগেই পদক্ষেপ করেছিল। শনিবার তাদের পথে হেঁটেই রাজ্য সরকার ঘোষণা করল, করোনা ভাইরাস এড়াতে আপাতত ৩১ তারিখ পর্যন্ত রাজ্যের সব সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শনিবারই নবান্ন থেকে এই মর্মে নির্দেশিকা পাঠানো হয়েছে রাজ্যের সব সরকারি, বেসরকারি স্কুল, কলেজ, মাদ্রাসা এবং বিশ্ববিদ্যালয়কে। সোমবার, অর্থাৎ আগামী ১৬ তারিখ থেকেই কার্যকর হচ্ছে এই নির্দেশ। একইসঙ্গে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে, যেহেতু এখন বিভিন্ন বোর্ডের পরীক্ষা চলছে, ফলে শুধু সেই সব পরীক্ষাগুলিই চালু থাকবে। কিন্তু কোনও শিক্ষা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরীক্ষা হবে না। সব অভ্যন্তরীণ পরীক্ষাই আপাতত স্থগিত রাখা হয়েছে। আগামী ৩১ তারিখ ফের নবান্নে এই সংক্রান্ত বৈঠক বসবে। সেখানেই তখনকার পরিস্থিতি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে সিদ্ধান্ত নেবে নবান্ন। প্রসঙ্গত, শুক্রবারই করোনা আতঙ্কে স্কুল, কলেজ বন্ধ রাখা নিয়ে আলোচনা করেন উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। কিন্তু এই সময় বিভিন্ন বোর্ডের পরীক্ষা চলায় সেটা নিয়ে দোলাচলে ছিল রাজ্য সরকার।