দেশের সময় ওয়েবডেস্কঃ গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা আক্রান্তের সংখ্যা একলাফে ১৫ জন বেড়েছে ভারতে। এদিন করোনা আক্রান্ত হয়ে চতুর্থ মৃত্যু হল এদেশে। এবার পাঞ্জাবে। পাঞ্জাবের নয়া শহরে এক করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। জানা গিয়েছে এই ব্যক্তি ফিরেছিলেন ইতালি থেকে। সেখান থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়েন। গত কয়েকদিন ধরে আইসোলেশনে ছিলেন তিনি। কিন্তু এদিন তাঁর মৃত্যু হয়।
এই বৃদ্ধের লালারসের নমুনা গেছিল নাইসেটে। সেই পরীক্ষায় করোনাভাইরাস তথা কোভিড-১৯ পজিটিভ হওয়ায় তাঁকে আইসোলেশনে রাখা হয়। এদিন সেখানেই তাঁর মৃত্যু হয়। কর্ণাটক, দিল্লি, এবার মহারাষ্ট্রের পর এদিন চতুর্থ রাজ্য হিসেবে করোনা আক্রান্তের মৃত্যু হল পাঞ্জাবে।
এর আগে করোনাভাইরাসের গ্রাসে মৃত্যু হয়েছিল কর্নাটকের বাসিন্দা ৭৬ বছরের মহম্মদ হুসেন সিদ্দিকির। জানা গিয়েছিল, তীর্থ করতে সৌদি আরব গিয়েছিলেন তিনি। ২৯ ফেব্রুয়ারি দেশে ফেরার পর হায়দরাবাদ বিমানবন্দরে তাঁকে স্ক্রিনিং করা হয়। কিন্তু তখন সংক্রমণের কোনও চিহ্ন পাওয়া যায়নি। এর কয়েকদিন পর হাসপাতালে ভর্তি করা হয় বৃদ্ধকে। পরিবারের তরফে জানা যায়, শ্বাসকষ্ট এবং উচ্চ রক্তচাপের সমস্যা হয়েছিল তাঁর। পরীক্ষা-নিরিক্ষা করে দেখা যায় নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। গত মঙ্গলবার বৃদ্ধের মৃত্যু হয়। আশঙ্কা করা হয়েছিল করোনাভাইরাসের সংক্রমণেই মৃত্যু হয়েছে তাঁর। মৃত্যুর পর বৃদ্ধের দেহ থেকে নমুনা সংগ্রহের পর পরীক্ষা করা হলে সেই আশঙ্কাই সত্যি হয়। এটা ছিল করোনা ভাইরাসে ভারতের প্রথম মৃত্যু। এই ব্যক্তির মেয়ের শরীরেও পাওয়া গিয়েছে সংক্রমণের নমুনা। কালবুর্গির হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।