এ বছর অনুমতি দিলে প্রভু জগন্নাথ ক্ষমা করবেন না,পুরীর রথযাত্রায় নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের

0
1241

দেশের সময় ওয়েবডেস্কঃ করোনা অতিমহামারীর মধ্যে পুরীতে যাতে রথযাত্রা না হয়, সেজন্য একটি পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্ট। তার ভিত্তিতে বৃহস্পতিবার প্রধান বিচারপতি এস এ বোবদে মন্তব্য করেন, “আমরা যদি রথযাত্রায় অনুমতি দিই তাহলে প্রভু জগন্নাথ আমাদের ক্ষমা করবেন নয়া।” এবছর ২৩ জুন পুরীতে রথযাত্রা হওয়ার কথা ছিল।

সুপ্রিম কোর্ট এদিন বলে, “অতিমহামারীর সময় জনসমাগমে অনুমতি দেওয়া যায় না।” বিশেষজ্ঞরা বলেছেন, অতিমহামারীর পরিস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কোনও জনবহুল জায়গায় রোগ সংক্রমণের সম্ভাবনা বৃদ্ধি পাবে বহুগুণ। এই প্রেক্ষিতে এদিন শীর্ষ আদালত মন্তব্য করে, “জনস্বাস্থ্যের কথা মাথায় রেখে এবছর রথযাত্রায় অনুমতি দেওয়া সম্ভব নয়।”

রথযাত্রা বন্ধ করার জন্য সুপ্রিম কোর্টে আর্জি জানিয়েছিল ওড়িশা বিকাশ পরিষদ নামে এক সংগঠন। পুরীতে রথযাত্রার উৎসব চলে ১০-১২ দিন ধরে। সেখানে প্রায় ১০ লক্ষ লোক জড়ো হন। ওড়িশা বিকাশ পরিষদের পিটিশনে বলা হয়েছিল, এবার রথযাত্রা হলে লক্ষ লক্ষ মানুষ সংক্রমিত হবেন। ওড়িশা সরকার আগামী ৩০ জুনের আগে ধর্মস্থান খোলার অনুমতি দেয়নি। ওড়িশা বিকাশ পরিষদের হয়ে এদিন শীর্ষ আদালতে সওয়াল করেন প্রাক্তন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতগি। তিনি বলেন, রথযাত্রা হলে রাজ্য সরকারের নির্দেশ অমান্য করা হবে।

প্রধান বিচারপতি বলেন, “ব্যাপারটা খুবই সিরিয়াস। যদি সেখানে ১০ হাজার মানুষ জড়ো হন, তা হলেও বলতে হবে, ব্যাপারটা খুব উদ্বেগজনক।” কেন্দ্রীয় সরকারও লকডাউন শিথিল করার সময় ধর্মস্থান খোলা নিয়ে সতর্ক রয়েছে। কারণ সরকার মনে করে, করোনা সংক্রমণ কমানোই এখন সবচেয়ে জরুরি কাজ।

Previous articleলাদাখে উত্তেজনার প্রভাব সুদূরপ্রসারী হতে পারে: প্রণব
Next articleসীমান্তে শহিদ এবং ঔদ্ধত্যের সীমান্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here