এখনই ট্রেনের টিকিট চাই! কি ভাবে পাবেন জানুন রেলের নিয়ম

0
855

দেশের সময় ওয়েবডেস্কঃ এখন অনেকটাই সহজ হয়েছে ট্রেনের অনলাইন টিকিট কাটা। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং এবং ট্যুরিজম কর্পোরেশন (আইআরসিটিসি) অ্যাপ বা থার্ড পার্টি অ্যাপ পেটিএমের মাধ্যমে সহজে কেটে ফেলা যায় ট্রেনের তৎকাল টিকিট। ধরা যাক আ‌পনি ১ নভেম্বর কোথাও যেতে চান আর ৩১ অক্টোবর সেই পরিকল্পন করেছেন। কোনও সমস্যা নেই। আপনি চাইলেই টিকিট কাটতে পারেন তিনটি পদ্ধতিতে।

মনে রাখতে হবে, যাত্রার কমপক্ষে ২৪ ঘণ্টা আগে বুক করতে হবে তৎকাল টিকিট। সকাল ১০টা থেকে শুরু হয় তৎকাল এসি কোচের টিকিট কাটার সময় । একইদিনে নন এসি কোচের টিকিট বুকিংয়ের সময় শুরু হয় বেলা ১১টা থেকে। তৎকালে টিকিট বুকিংয়ের ক্ষেত্রে সাধারণ ভাড়ার চেয়ে খরচ বেশি। তবে সেটা সামান্যই। সেকেন্ড ক্লাসের জন্য মূল ভাড়ার ১০ শতাংশ এবং বাকি কোচের জন্য ৩০ শতাংশ বেশি দিতে হয়। তবে সেটা ট্রেন সফরের দূরত্বের উপরে নির্ভর করে।

আইআরসিটিসি ওয়েবসাইট থেকে কী ভাবে কাটবেন টিকিট–জানুন

১) প্রথমেই মনে করে টিকিট কাটার নির্ধারিত সময়ের ১০ থেকে ৫ মিনিট আগে আইআরসিটিসি ওয়েবসাইটে লগ ইন করুন।

২) মনে রাখবেন, একটা লগ ইন থেকে চার জনের বেশি তৎকালে টিকিট কাটা সম্ভব নয়।

৩) বুকিংয়ের জন্য ট্রেনের নাম, গন্থব্যস্থল এবং যাত্রার নির্দিষ্ট দিন নথিভুক্ত করুন।

৪) তারপর ক্লিক করুন ‘সাবমিট’।

৫) সিলেক্ট করে নিন ‘তৎকাল’

৬) ট্রেন বাছাইয়ের জন্য ‘বুক নাও’ ট্যাপ করুন

৭) এরপর, নথিভুক্ত করুন যাত্রীদের নাম, বয়স, লিঙ্গ, এবং বুক করা সিটের সংখ্যা।

৮) ‘Book only if confirm berths are allotted’ এই চেক বক্সে অবশ্যই ক্লিক করে নিন।

৯) স্ক্রিনে আসা ক্যাপচা যথাস্থানে লিখুন।

১০) এবার পেমেন্ট অপশন বেছে নিন।

এবার জানুন আইআরসিটিসি অ্যাপ থেকে কী ভাবে তৎকাল টিকিট কাটবেন–

১) অ্যাপের ক্ষেত্রে কমপক্ষে ১৫ মিনিট আগে লগ ইন করুতে হবে ।

২) বুকিংয়ের জন্য ট্রেনের নাম, গন্থব্যস্থল এবং যাত্রার নির্দিষ্ট দিন নথিভুক্ত করে ‘সাবমিট’ ক্লিক করুন।

৩) ‘তৎকাল’ সিলেক্ট করে নিন।

৪) ট্রেন বাছাইয়ের জন্য ‘বুক নাও’ ট্যাপ করুন

৫) এরপর, নথিভুক্ত করুন যাত্রীদের নাম, বয়স, লিঙ্গ, বুক করা সিটের সংখ্যা এবং ফোন নম্বর।

৬) ক্যাপাচা পূরণ করুন।

৭) ই-ওয়ালেট অপশনের মধ্যে পাবেন জিও মানি, এয়ারটেল মানি, ওলা মানি, মোবিকুইক ইত্যাদি। এছাড়া ‘আইআরসিটিসি ই-ওয়ালেট’ও ব্যবহার করতে পারেন।

এখন পেটিএম অ্যাপ থেকেও ট্রেনের তৎকাল টিকিট কাটা যায়। জানুন-

১) পে-টিএম ‌অ্যাকাউন্ট লগ ইন করে ক্লিক করুন ট্রেন অপশনে।

২) টিকিট বুকিংয়ের জন্য ট্রেনের নাম, গন্থব্যস্থল এবং যাত্রার নির্দিষ্ট দিন যাত্রী সংখ্যা নথিভুক্ত করুন।

৩) ‘তৎকাল’ সিলেক্ট করে, ট্রেন বাছাইয়ের জন্য ‘বুক নাও’ ট্যাপ করুন

৪) কোন বার্থ নিতে চান সেই অপশনও থাকবে এখানে।

৫) শেষে টিকিটের দাম পে করতে পে-টিএম ওয়ালেট সহ ইন্টারনেট ব্যাঙ্কিং, ক্রেডিট- ডেবিট কার্ড ব্যবহার করতে পারেন।

আরও একটা বিষয় মনে রাখবেন, একবার তৎকাল টিকিট কাটা হয়ে গেলে তা ক্যানসেল করলেও টিকিটের অর্থ ফেরৎ পাওয়া যায় না।

Previous articleমাত্র ২ ঘণ্টায় চূড়ান্ত হয় ‘দেবাঞ্জন’খুনের পরিকল্পনা জানুন
Next articleরেশন কার্ডে নতুন নিয়ম শুরু হচ্ছে শীঘ্র,জেনে নিন কীভাবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here