দেশের সময় ওয়েবডেস্কঃ পুজোর আগে সুখবর দিল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। সারা রাজ্য তথা দেশে যখন কর্মসংস্থানের হাহাকার, তখন নতুন নিয়োগের বিজ্ঞপ্তি বার করল তারা। তিনটি আলাদা বিজ্ঞপ্তি বের করে এসবিআই ঘোষণা করেছে, সব মিলিয়ে ৮৬ জনকে অফিসার পদে নিয়োগ করা হবে।
জানা গেছে, ৮ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না প্রার্থীদের। মেধা তালিকার উপর ভিত্তি করে যোগ্যদের লিস্ট তৈরির পর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।
ভ্যাকেন্সি রয়েছে নিম্নের পদ গুলিতে:
- ডেপুটি ম্যানেজার সিকিউরিটি: ২৮টি পদ
- ম্যানেজার (রিটেল প্রোডাক্টস): ৫টি পদ
- ডেটা ট্রেনার: ১টি পদ
- ডেটা ট্রানস্লেটর: ১টি পদ
- সিনিয়র কনসালট্যান্ট অ্যানালিস্ট: ১টি পদ
- অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার: ১টি পদ
- ডেটা প্রোটেকশন অফিসার: ১টি পদ
- ডেপুটি ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট): ১১টি পদ
- ম্যানেজার (ডেটা সায়েন্টিস্ট): ১১টি পদ
- ডেপুটি ম্যানেজার (সিস্টেম অফিসার): ৫টি পদ
- রিস্ক স্পেশ্যালিস্ট- সেক্টর (স্কেল ৩): ৫টি পদ
- রিস্ক স্পেশ্যালিস্ট- সেক্টর (স্কেল ২): ৫টি পদ
- রিস্ক স্পেশ্যালিস্ট- ক্রেডিট (স্কেল ৩): ২টি পদ
- রিস্ক স্পেশ্যালিস্ট- ক্রেডিট (স্কেল ২): ২টি পদ
- রিস্ক স্পেশ্যালিস্ট- এন্টারপ্রাইজ (স্কেল ২): ১টি পদ
- রিস্ক স্পেশ্যালিস্ট- আইএনডি এএস (স্কেল ৩): ৪টি পদ
- পোর্টফোলিও ম্যানেজমেন্ট স্পেশ্যালিস্ট (স্কেল ২): ৩টি পদ
Let the next best chapter in your career begin. SBI is inviting application for its fellowship programme.
— State Bank of India (@TheOfficialSBI) September 29, 2020
To apply, visit: https://t.co/TrhGH8gIpp#JoinSBIFamily #SBI #StateBankOfIndia pic.twitter.com/aigPgvSIJV
পদগুলির জন্য নির্দিষ্ট বয়সসীমা ও যোগ্যতা মেনে অনলাইনে আবেদন করতে হবে। https://bank.sbi/web/careers কিংবা https://sbi.co.in/careers লিঙ্কে গেলে আবেদন করা যাবে। বায়োডেটা, পরিচয়পত্র, বয়সের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, অভিজ্ঞতা—এই সমস্ত তথ্য দিয়ে নিজের মেল আইডি ও মোবাইল নম্বর-সহ আবেদন করতে হবে।
সব ক্ষেত্রেই আবেদনের ফি ৭৫০ টাকা। ডেবিট/ক্রেডিট কার্ডে বা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা করা যাবে। তফশিলি জাতি, উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে আবেদন করার জন্য কোনও ফি লাগবে না।