একতা দিবসে সর্দার বল্লভভাই পটেলকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

0
423

দেশেরসময় ওয়েব ডেস্কঃ  সর্দার বল্লভভাই পটেলের ১৪৫ তম জন্মদিবসে তাঁকে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই দিনটিকে ‘জাতীয় একতা দিবস’ হিসেবে পালন করা হয়। শনিবার সকালে গুজরাতের কাভাদিয়ায় সর্দার বল্লভভাই পটেলের মূর্তি ‘স্ট্যাচু অফ ইউনিটি’তে গিয়ে শ্রদ্ধা জানান তিনি। এদিন কাভাদিয়া-সবরমতী সি-প্লেন পরিষেবারও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।


শুক্রবার দু’দিনের গুজরাত সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা আছে তাঁর। সবার আগে সর্দার পটেলের জন্মদিনে জাতীয় একতা দিবসের অনুষ্ঠানে যোগ দেন তিনি। সকাল ৮টা নাগাদ স্ট্যাচু অফ ইউনিটিতে গিয়ে ফুল দিয়ে লৌহমানবকে শ্রদ্ধা জানান তিনি। সেখানে দেশের একতা ও সুরক্ষা বজায় রাখা ও আরও মজবুত করার জন্য একটি বিবৃতিও পরে শোনান তিনি।


তারপরেই একতা দিবসের অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। সেখানে গুজরাত পুলিশের হাতে থাকা বিভিন্ন অস্ত্র ও তথ্যপ্রযুক্তির প্রদর্শন করা হয়। যোগ দেন রাজ্যের পুলিশ বিভাগের কর্মীরা। সবাইকে শুভেচ্ছা জানাতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।

সকাল ১০টা নাগাদ সিভিল সার্ভিস পরীক্ষার্থীদের একটি আলোচনা সভায় ভার্চুয়ালি যোগ দেবেন প্রধানমন্ত্রী। তারপরে সকাল সাড়ে ১১টা নাগাদ কাভাদিয়ায় একটি ওয়াটার এরোড্রামের উদ্বোধন করবেন তিনি। সেখানে থেকে সবরমতী রিভারফ্রন্ট পর্যন্ত একটি সি-প্লেন পরিষেবার উদ্বোধন করবেন তিনি। তারপর সবরমতী রিভারফ্রন্ট থেকে কাভাদিয়া পর্যন্ত ওই একই পরিষেবার উদ্বোধন করবেন তিনি।

এর আগে শুক্রবার একতা ক্রুজ পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। শ্রেষ্ঠ ভারত ভবন থেকে স্ট্যাচু অফ ইউনিটি পর্যন্ত এই ফেরি পরিষেবার সূচনা করেন তিনি। একসঙ্গে ২০০ জনকে নিয়ে ৪০ মিনিটে পোঁছবে এই ফেরি পরিষেবা। ফেরিতে করে যেতে দেখা যায় মোদীকেও। তাছাড়া সর্দার পটেল জুলজিক্যাল পার্কের উদ্বোধন করেন তিনি। সেখানে জঙ্গল সাফারি করতেও দেখা যায় প্রধানমন্ত্রীকে। শুধু তাই নয়, শুক্রবার একতা মল, চিলড্রেন’স নিউট্রিশন পার্ক, মেডিক্যাল পার্ক ও আরোগ্য ভ্যানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Previous articleএকুশের আগে নয়া পরিকল্পনা গেরুয়া শিবিরের,বাংলায় শিল্প সম্মেলন করবে বিজেপি
Next articleআমন্ত্রণপত্রে গেরুয়া রং! শুভেন্দুকে ঘিরে জোর জল্পনা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here