উচ্চ মাধ্যমিকের ফলপ্রকাশ, মেধাতালিকা অপ্রকাশিত হলেও রেকর্ড পাশের হার,শীর্ষে কলকাতা

0
1265

দেশের সময় ওয়েবডেস্কঃ মাধ্যমিকের দু’দিন পরেই প্রকাশিত হল চলতি বছরের উচ্চমাধ্যমিকের ফল। বিদ্যাসাগর ভবনে ফল প্রকাশ করলেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ প্রধান মহুয়া দাস। তিনি জানান, এবছর উচ্চমাধ্যমিকে পাশের হার ঐতিহাসিক। পাশ করেছে ৯০.১৩ শতাংশ ছাত্র-ছাত্রী, যা এখনও পর্যন্ত সর্বাধিক। সংসদ প্রধান জানিয়েছেন, উচ্চমাধ্যমিকে পাশের হারে শীর্ষে রয়েছে কলকাতা।

এদিন ফল প্রকাশের সময় সংসদ প্রধান জানান, মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৬১ হাজার ৫৮৩ জন। তার মধ্যে ছাত্রীর সংখ্যা ছাত্রদের তুলনায় ৬৩ হাজার ১৬৪ বেশি। পরীক্ষায় পাশ করেছে মোট ৬ লক্ষ ৮০ হাজার ৫৭ জন। অর্থাৎ ৯০.১৩ শতাংশ পরীক্ষার্থী পাশ করেছে এবার যা ঐতিহাসিক। গতবারের তুলনায় পাশের হার ৩.৮৪ শতাংশ বেশি। ছাত্রদের পাশের হার ৯০.৪৪ শতাংশ। খুব বেশি পিছিয়ে নেই ছাত্রীরাও। তাদের পাশের হার ৯০ শতাংশের বেশি।

এবছর সবথেকে ভাল ফল করেছে কলকাতা। তারপরে রয়েছে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, উত্তর ২৪ পরগনা, ঝাড়গ্রাম, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ প্রভৃতি জেলা।

করোনা সংক্রমণের কারণে এবছর শেষ তিনদিনের মোট ১৪ টি পরীক্ষা নেওয়া হয়নি। সেই পরীক্ষাগুলির নম্বর প্রত্যেক পরীক্ষার্থীর অন্য বিষয়গুলির মধ্যে পাওয়া সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে দেওয়া হয়েছে। তাই এবছর কোনও মেধাতালিকা প্রকাশ করা হয়নি। তবে মহুয়া দাস জানিয়েছেন, সর্বোচ্চ নম্বর ৫০০-র মধ্যে হয়েছে ৪৯৯।

চলতি বছর উচ্চমাধ্যমিকে বিজ্ঞান শাখায় পাশ করেছে ৯৮.৮৩ শতাংশ পরীক্ষার্থী। কলা বিভাগে পাশ করেছে ৮৮.৭৪ শতাংশ পরীক্ষার্থী ও বাণিজ্য শাখায় পাশ করেছে ৯২.২২ শতাংশ পরীক্ষার্থী। আউটস্ট্যান্ডিং অর্থাৎ ৯০ শতাংশের উপর নম্বর পেয়েছে ৩০ হাজার ২২০ জন পরীক্ষার্থী। ৮০ থেকে ৮৯ শতাংশের মধ্যে নম্বর পেয়েচে ৮৪ হাজার ৭৪৬ জন পরীক্ষার্থী।

বিকেল ৪টে থেকে পরীক্ষার্থীরা নিজেদের ফল জানতে পারছেন। অনলাইনেই মার্কশিটের একটা প্রতিলিপি ডাউনলোড করতে পারবে তারা। আগামী ৩১ জুলাই, রাজ্যের ৫২টি ক্যাম্প থেকে বেলা ২টোর সময় দেওয়া হবে মার্কশিট। অভিভাবকরা আসতে না পারলে ছাত্র-ছাত্রীরা এসে মার্কশিট নিতে পারে। তবে সবাইকে নির্দিষ্ট স্বাস্থ্যবিধি মানতে হবে।

Previous articleকরোনার থাবা এবার তিরুপতিতেও ,খোলাই থাকছে মন্দির
Next articleফের ভাঙল করোনা সংক্রমণের রেকর্ড,বাংলায় একদিনে ১৯০০ আক্রান্ত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here