আর মাত্র কিছুক্ষণ সুখবর এল বলে! হাসপাতালের কেবিন থেকে প্রথম ছবি পোস্ট করলেন নুসরত

0
697

দেশের সময় ওয়েবডেস্কঃ গত কয়েক দিন ধরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে সাংসদ অভিনেত্রী নুসরত জাহান। কবে মা হচ্ছেন তিনি? সঙ্গে কে থাকবেন? নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল বলি-টলিপাড়া থেকে নেট পাড়ায়। অবশেষে হাজির সেই শুভক্ষণ। অভিনেতা যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়েই বুধবার গভীর রাতে কলকাতার পার্কস্ট্রিটের একটি হাসপাতালে ভর্তি হল হবু মা নুসরত। আজই তাঁর সি-সেকশন হবে।

আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। সব কিছু ঠিক থাকলে বেলা ১১টায় শুরু হবে সি-সেকশন। প্রথম সন্তানের জন্ম দেবেন অভিনেত্রী নুসরত জাহান।

পার্কস্ট্রিটের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি তিনি। সেখান থেকেই বৃহস্পতিবার সকালে মা হওয়ার ঘণ্টাখানেক আগে ইনস্টাগ্রামে ছবি পোষ্ট করলেন তিনি৷

অপারেশন শুরু হবে কিছুক্ষণের মধ্যেই, ফলে ভয় হওয়া একেবারেই স্বাভাবিক। কিন্তু আনন্দ, উত্তেজনা, টেনশন, ভয়- সব কিছুর উপরে অনুভূতি ও রয়েছে৷

বুধবার গভীর রাতে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী তথা সাংসদ নুসরত জাহান৷ ‘রিউমরড বয়ফ্রেন্ড’ অভিনেতা যশ দাশগুপ্তের৷

রাত দশটা ৪০ নাগাদ হাসপাতালে প্রবেশ করে নুসরতের গাড়ি। ভিড় করেছিলেন অনুরাগীরা। তবে সাংসদ-অভিনেত্রীকে ঘিরে নিরাপত্তার ঘেরাটোপ ছিল ৷

এ দিকে, সন্তান ভুমিষ্ঠ হওয়ার ঠিক আগের দিন নুসরতকে নিয়ে প্রথমবার মুখ খুলেছেন বিশেষ বন্ধু তথা প্রেমিক যশ দাশগুপ্ত। যশ জানান,

‘‘আমি আমার ব্যক্তিগত জীবন শেয়ার করি না, তবে এটুকু বলতে পারি, এটা একটা ভাল খবর, আমি শুভক্ষণের অপেক্ষায় রয়েছি।’’  ছবি-সংগৃহীত৷

Previous articleবিজেপি-র মাথাব্যথা বনগাঁ! দল কী বার্তা দিল শান্তনু ঠাকুরকে জানুন
Next articleকাবুল বিমানবন্দরের বাইরে বড় হামলার আশঙ্কা, সতর্ক করল আমেরিকা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here