আত্মনির্ভর ভারত বিশ্ব অর্থনীতিতে জোর ধাক্কা দেবে, ইন্ডিয়া এনার্জি ফোরামে প্রধানমন্ত্রী

0
1036

দেশের সময় ওয়েবডেস্কঃ আত্মনির্ভর ভারত বিশ্ব অর্থনীতিতে জোর ধাক্কা দেবে। চতুর্থ  ইন্ডিয়া এনার্জি ফোরাম-এর উদ্বোধনে এ কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এ দিন দেশের চিরাচরিত শক্তিকে আরও জোরদার করার কথা বলেন প্রধানমন্ত্রী।

এদিন মোদী বলেন, করোনাভাইরাস অতিমারীর কারণে বিশ্বজুড়ে শক্তির চাহিদা এক-তৃতীয়াংশ কমে গিয়েছে। তবে দীর্ঘকালীন সময়ের ক্ষেত্রে শক্তি উত্‍‌পাদন দ্বিগুণ হয়ে যাবে বলেও দাবি করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘ভারতের শক্তি ভাবনার লক্ষ্য শক্তিক্ষেত্রের প্রতি সুবিচার করা। আমাদের এনার্জি সেক্টর হবে বৃদ্ধিকেন্দ্রিক, শিল্পবান্ধব ও পরিবেশ সচেতন। এই কারণেই পরিবর্তনযোগ্য শক্তি উত্‍‌পাদনে ভারতই হল অন্যতম সক্রিয় দেশ।’

শক্তি সংরক্ষণে ভারতের প্রচেষ্টার প্রশংসা করে প্রধানমন্ত্রী বলেন, গত ৬ বছরে ১১ মিলিয়নেরও বেশি এলইডি স্ট্রিট লাইট বসানো হয়েছে। এর ফলে বছরে ৬০ বিলিয়ন ইউনিট শক্তি সঞ্চয় করা সম্ভব হচ্ছে। এর ফলে বার্ষিক ৪.৫ কোটি টন কার্বন-ডাই-অক্সাইড অর্থাত্‍‌ গ্রিন হাউস গ্যাস নির্গত হওয়া কমেছে।’ শক্তি সংরক্ষণের এই প্রয়াসে ভারত বছরে ২৪,০০০ কোটি টাকার শক্তির খরচ বাঁচাতে পেরেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।

গত পাঁচ বছরে ভারত শক্তিক্ষেত্রে আমূল সংস্কার এনেছে বলে দাবি করেন মোদী। তেল ও গ্যাস আবিষ্কার এবং উত্‍‌পাদন আর গ্যাসের মারকেটিং-এর ক্ষেত্রে দেশ উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে বলেও জানান প্রধানমন্ত্রী। তাঁর কথায়, ‘গত পাঁচ বছরে ভারতে সংস্কার অভিযান অত্যন্ত দ্রুত গতির হয়েছে।’ প্রধানমন্ত্রীর দাবি, দেশের শক্তি ক্ষেত্রের ভবিষ্যত্‍‌ খুবই উজ্জ্বল।

Previous articleগভীর সঙ্কটে সৌমিত্র চট্টোপাধ্যায়!‌
Next article‘মনুস্মৃতি’-বিতর্ক: বিক্ষোভ মিছিলের পথে আটক বিজেপি নেত্রী খুশবু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here