দেশের সময় ওয়েবডেস্কঃ আদালতের নির্দেশ মেনেই সল্টলেকের ইজেডসিসি’তে বিজেপির উদ্যোগে দুর্গাপুজো হতে চলেছে। আজ বৃহস্পতিবার ষষ্ঠীতে পুজোর শুভেচ্ছা জানিয়ে ভার্চুয়াল ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার তিনি টুইট করেও দুর্গাপুজোর শুভেচ্ছা জানিয়েছেন।
আজ প্রধানমন্ত্রী মোদী কী বলেন, তা নিয়ে উৎসাহ রয়েছে রাজনৈতিক মহলেও। বিজেপি সূত্রের খবর, ধুতি-পাঞ্জাবি পরে তিনি দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করবেন। সামনেই বিধানসভা নির্বাচন। তার আগে শারদোৎসবের সূচনায় প্রধানমন্ত্রীর ভাষণে রাজনৈতিক বার্তা থাকবে বলে মনে করছেন অনেকেই। পুজোর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হবে সৌরভ-জায়া ডোনা গঙ্গোপাধ্যায়ের নৃত্যানুষ্ঠান দিয়ে। গান গাইবেন বাবুল সুপ্রিয়। এর পর ভার্চুয়াল উদ্বোধন করে ভাষণ প্রধানমন্ত্রীর। সোশ্যাল মিডিয়ায় তা লাইভও হবে। পুজোর বাকি দিনগুলি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে কি না, তা নিয়ে অবশ্য অনিশ্চয়তা রয়েছে।
বুধবার ইজেডসিসি’তে পুজোর প্রস্তুতি দেখেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় ও সহসভাপতি মুকুল রায়। মুকুল বলেন, ‘হাইকোর্টের রায় মাথায় রেখেই সব কর্মসূচি পালন করা হবে।’
রাজ্যের প্রতিটি বুথে মোদীর ভাষণ সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। বুধবার ট্যুইটে মোদী দুর্গা পুজোর শুভেচ্ছা জানিয়ে লেখেন, ‘পশ্চিমবঙ্গের ভাই ও বোনেরা, মা দুর্গা পুজোর মহাষষ্ঠীতে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে আমি সেলিব্রেশনে মাতব এবং সবাইকে আমার শুভেচ্ছা জানাব। এই অনুষ্ঠানের সরাসরি সম্প্রচারে যোগ দিন। অশুভ শক্তিকে হারিয়ে শুভ শক্তির জয় উদযাপন করে দুর্গা পুজো। আমাদের শক্তি, আনন্দ ও সুস্বাস্থ্য দেওয়ার জন্য মা দুর্গার কাছে প্রার্থনা করছি।’