দেশের সময় ওয়েবডেস্কঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ মঙ্গলবার বন্যা পরিস্থিতি সরজমিনে খতিয়ে দেখতে ঘাটাল যাবেন। মুখ্যমন্ত্রী এখন রয়েছেন ঝাড়গ্রামে। সোমবার আদিবাসী দিবসের অনু্ঠানের সেখানে উদ্বোধন করেন। রাতে সেখানেই ছিলেন।
সূত্রের খবর, আকাশপথে গেলেও মুখ্যমন্ত্রী আজ ঘাটালের দুর্গত মানুষের কাছে গিয়ে তাঁদের কথা শুনবেন। ঘাটাল শহরের দু নম্বর ওয়ার্ডে যাওয়ার কথা তাঁর। ঘাটালেই স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করতে পারেন। সরব হতে পারেন ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে।
ঘাটালকে বন্যার বিপদ থেকে রক্ষা করতে বহু বছর আগে মাস্টার প্ল্যান তৈরি করা হয়েছিল। মূলত।কেন্দ্রীয় সরকারের অর্থ সাহায্যে ওই প্রকল্প হওয়ার কথা ছিল। কিন্তু দিল্লি পর্যাপ্ত অর্থ দেয়নি। তাই প্রকল্পের কাজ অর্ধসমাপ্ত হয়ে আছে। বন্যা দুর্গত মানুষের মুখে ফের তাই মাস্টার প্ল্যানের কথা।
সোমবার হেলিকপ্টারে ঝাড়গ্রাম যাওয়ার পথে মুখ্যমন্ত্রী আকাশ থেকে হাওড়ার বন্যা চিত্র ভিডিও করেন। দেখা যায়, গ্রামীণ হাওড়ার, বিশেষ করে উদয়নারায়ণপুরের বহু এলাকা এখনও জলে ডুবে। গত বুধবার হাওড়ার বন্যা কবলিত এলাকায় গিয়েছিলেন তিনি। সেখানে গিয়েই ম্যান মেড বন্যা নিয়ে সরব হন। কাঠগড়ায় তোলেন ডিভিসিকে।