আজই বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস কী জোড়া ফুলে? জল্পনা শুরু

0
920

দেশের সময়: ফের জল্পনা বাড়ালেন বাগদার বিজেপি বিধায়ক বিশ্বজিৎ দাস। প্রায় মাস দু’য়েক আগে এক সোমবারে তাঁকে দেখা গিয়েছিল বিধানসভায় তৃণমূলের মুখ্য সচেতকের ঘরে বসে, খোশমেজাজে আড্ডা দিচ্ছেন তৃণমূলের বিধায়কদের সঙ্গে।

সেই দৃশ্য দেখে স্বাভাবিক ভাবেই তখনই জল্পনা তুঙ্গে উঠেছিল। তাহলে কি তিনিও দল বদলানোর কথা ভাবছেন? শুধু তৃণমূলের বিধায়কদের সঙ্গে আড্ডা দেওয়াই নয়, তিনি এর আগে বিজেপির পরিষদীয় দলের বৈঠকে ছিলেন না। সেদিনও বিধানসভার অধিবেশনেও অনুপস্থিত ছিলেন তিনি।

প্রসঙ্গত, ২০১৬ সালে বিশ্বজিৎ দাস তৃণমূলের টিকিটেই জিতে বিধায়ক হয়েছিলেন। তার কয়েক বছর পরেই যোগ দেন বিজেপি-তে।

বিশ্বজিৎবাবুকে এদিন এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি মৃদু হেসে উত্তর দেন, “আমি বিধায়ক। বিধায়কের কোনও দল হয় না। জনপ্রতিনিধি হিসেবে আমি যেখানে খুশি যেতে পারি, যার সঙ্গে খুশি কথা বলতে পারি, যেখানে খুশি থাকতে পারি , আজ সোমবার বাড়ি আছি”৷

শুধু তাই নয়, তিনি মাত্র কয়েকদিন আগে বনগাঁমতিগঞ্জে সাংসদ শান্তনু ঠাকুরের সংবধনার অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন না,তাঁর অনুপস্থিতির প্রশ্নের জবাবে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন কে এলো কে থাকলো না সেটা নিয়ে বেশি কিছু ভাবার নেই৷

মাত্র দু’দিন আগেও বনগাঁর গান্ধিপল্লী এলাকাতেও বিজেপি-র একটি শহীদ স্মৃতি স্মরণ অনুষ্ঠান ছিল সেখানে যোগ দিতে কেন যাননি বিশ্বজিৎবাবু, এ প্রশ্ন করা হলে তিনি দাবি করেন, এমন কোনও অনুষ্ঠানের কথা তিনি জানেন না। বিজেপি নেতা দেবদাস মন্ডল বলেন বিশ্বজ্যিৎ বাবু বাগদার মানুষের সাথে বিশ্বাস ঘাতকতা করবেন না বলে আমার দৃঢ বিশ্বাস কারণ যাঁরা তাঁকে ভোট দিয়ে বিধায়ক করেছেন তাঁদের পাশ থেকে এভাবে সরে যাবেন বলে আমার অন্তত মনে হয় না৷

তবে বিশ্বজিৎ দাসকে নিয়ে জল্পনা ঘনানোর কারণ কেবল এই সব উপস্থিতি বা অনুপস্থিতি দিনের ঘটনা নয়। ভোটের তারিখ ঘোষণার আগে যে বিধানসভা অধিবেশন বসেছিল, সেখানে এই বিশ্বজিৎ দাসকে দেখা গেছিল, সকলের সামনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ছুঁয়ে প্রণাম করে তিনি আশীর্বাদ চেয়েছিলেন।

সেদিনই গুজব ঘনিয়েছিল, বিশ্বজিৎ দাস ভোটের আগেই দলবদল করতে পারেন বলে। কিন্তু তখন তা হয়নি, বিজেপির টিকিটেই জিতে বিধায়ক হন তিনি। কিন্তু এবার ফের আলোচনার শীর্ষে এলেন তিনি। স্বাভাবিক ভাবেই কৌতুহল বাড়ছে রাজনৈতিক মহলে,তাহলে কি মুকুলের পরে এবার বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাসের ঘর-ওয়াপসির পালা! হ্যাঁ তেমনটাই হতে চলেছে বলে তৃণমূল সূত্রের খবর৷ আজই তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বিশ্বজ্যিৎ দাসের সাক্ষাতের কথা রয়েছে বিকেলে এবং কোন মতবিরোধ দেখা না দিলে সেখান থেকেই তাঁর ঘর-ওয়াপসির পালা শুরু!

Previous articleবিহারের মানসিক ভারসাম্যহীন এক যুবককে ঘরে ফেরাল বাগদা থানার পুলিশ
Next articleবড় উইকেট পড়ল , বিজেপি নামল ৭২ -এ, এবার তৃণমূলে ঘরওয়াপসি বাগদার বিধায়ক বিশ্বজিত্‍ দাস- এর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here