দেশের সময় ওয়েবডেস্কঃ কুয়াশার চাদরে মুখ ঢেকে সকাল শুরু কলকাতার। সকাল থেকেই মেঘলা আকাশ শহরজুড়ে। এদিকে, শহর থেকে শীতের বিদায়ঘণ্টা আগেই বেজে গিয়েছে। মাঝখানে কলকাতায় পারদ খানিকটা নামলেও ফের বাড়ছে গরম। শুক্রবারের তুলনায় শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ফের বাড়ল। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি। এদিন শহরে সর্বোচ্চ তাপমাত্রা ৩০.২ ডিগ্রি সেলসিয়াস।
হাওয়া অফিস সূত্রে খবর, আর নতুন করে পারদ পতনের কোনও সম্ভাবনা নেই কলকাতায়। আগেই আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছিল, এ বছরের মতো শীতের পালা শেষ। যদিও ভোর ও রাতের দিকে শীতের হাল্কা ভাব বজায় রয়েছে। অন্যদিকে, এদিন আকাশ মেঘলা থাকলেও রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানা গিয়েছে। এদিন কলকাতায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৮৮ শতাংশ, ন্যূনতম ৩৩ শতাংশ।
উল্লেখ্য, ফেব্রুয়ারির শুরুতেই একেবারে স্বমহিমায় দেখা যায় শীতকে। বিগত ১০ বছরে এটাই ছিল শীতলতম ফেব্রুয়ারি। আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ কুমার দাস জানিয়েছিলেন, এই পরিস্থিতি বিরল, কিন্তু আগেও এই ধরনের ঘটনা ঘটেছে। এর আগে ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসেও জমিয়ে শীত উপভোগ করেছিলেন বাংলার মানুষ।
একনজরে এদিন কোথায় কত সর্বনিম্ন তাপমাত্রা?
আবহাওয়া দফতর সূত্রে খবর, আসানসোলে তাপমাত্রা ১৮ ডিগ্রি সেলসিয়াস, বালুরঘাটের তাপমাত্রা ১১.৮ ডিগ্রি, বাঁকুড়ায় পারদ ছুঁয়েছে ১৮.৪ ডিগ্রিতে, ব্যারাকপুরে তাপমাত্রা নেমেছে ১৭.২ ডিগ্রিতে,বহরমপুরে পারদ নেমেছে ১৫ ডিগ্রিতে, বর্ধমানের তাপমাত্রা ছুঁয়েছে ১৮.৮ ডিগ্রিতে, ক্যানিংয়ে তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি, কাঁথির পারদ নেমেছে ১৪.৫ ডিগ্রিতে, কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি, দার্জিলিঙের তাপমাত্রা ৬.৮ ডিগ্রিতে, ডায়মন্ডহারবারে পারদ নেমেছে ১৯.৪ ডিগ্রিতে, দিঘায় তাপমাত্রা ছুঁয়েছে ১৯.৪ ডিগ্রি, দমদমের তাপমাত্রা ১৯.৬ ডিগ্রি, হলদিয়ার তাপমাত্রা ১৯ ডিগ্রি, জলপাইগুড়িতে পারদ ছুঁয়েছে ১৫.৪ ডিগ্রি, কালিম্পঙে ৭.৫ ডিগ্রি, কৃষ্ণনগরের ১৭ ডিগ্রি, মালদায় ১৮.৩ ডিগ্রি, মেদিনীপুরে তাপমাত্রা ছুঁয়েছে ১৯.৩ ডিগ্রিতে, পুরুলিয়ায় ১৬.৩ ডিগ্রি, সল্টলেকে ২০ ডিগ্রি, শিলিগুড়ির তাপমাত্রা ১৩.৫ ডিগ্রি, শ্রীনিকেতনে ১৮.২ ডিগ্রি।