দেশের সময়: – আইপিএলের স্পনসর হওয়ার দৌড়ে নতুন চমক!
আইপিএলের টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে নাম লিখিয়ে ফেলল যোগগুরু রামদেবের প্রতিষ্ঠান-পতঞ্জলি। চিনা স্পনসর ভিভো সরে যাওয়ার পরে দেশি স্পনসরের দৌড়ে রয়েছে’পতঞ্জলি’।
এছাড়া আইপিএল-এর টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে রয়েছে ই-কমার্স ব্যবসা প্রতিষ্ঠান অ্যামাজন। এছাড়া মাই সার্কেল ইলেভেন এবং কোকাকোলার মতো সংস্থাগুলিও অ্যামাজনকে কড়া টক্কর দিতে পারে বলে মনে করা হচ্ছে। আইপিএল টাইটেল স্পনসর হওয়ার তালিকায় রয়েছে মুকেশ আম্বানির জিও এবং অনিল আম্বানির রিলায়েন্স সংস্থাও।
তবে যোগগুরু রামদেবের প্রতিষ্ঠান-পতঞ্জলির নাম বাজারে আসার পরে বেশ চাঞ্চল্য তৈরি হয়েছে। ভারতে পতঞ্জলি বেশ পরিচিত নাম। এবার এই প্রতিষ্ঠানকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতেই এমন ভাবনা রামদেবের। আইপিএল স্পনসর হওয়ার জন্য বিড করতে চায় প্রতিষ্ঠানটি। পতঞ্জলির মুখপাত্র জানিয়েছেন, ‘এই বছর আইপিএল-এর টাইটেল স্পনসর হওয়ার কথা ভাবছি।’ পতঞ্জলি ব্র্যান্ডকে আন্তর্জাতিক মঞ্চে তুলে ধরতে চান তারা। তাই এবার আইপিএলের টাইটেল স্পনসর হওয়ার দৌড়ে নাম লিখিয়েছে তারা।