অশোকনগরের কাজলা রবীন্দ্র শিক্ষা নিকেতনে দুঃসাহসিক চুরি

0
552

দেশের সময়: উত্তর২৪পরগনা: অশোকনগর স্কুলের রুমের তালা ভেঙে চারটি কম্পিউটার ,মিড ডে মিল এর গ্যাসের সিলিন্ডার,বিভিন্ন বাসনপত্র এবং  দুটি সবুজ সাথী সরকারি সাইকেল সহ প্রায় দেড় লক্ষ টাকা লুঠ করে পালাল দুষ্কৃতীরা। দেখুন ভিডিও:

বুধবার রাতে উত্তর ২৪ পরগনার অশোকনগর কাজলা রবীন্দ্র শিক্ষা নিকেতন স্কুলে এই চুরির ঘটনা ঘটে। এই ঘটনায় স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভাশীষ ঘোষ থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে  গ্রিলের তালা ভেঙে ভেতরে ঢুকে একাধিক দরজা এবং তালা ভেঙে এই দুঃসাহসিক চুরি হয়েছে। সূত্রের খবর বৃহস্পতিবার সকালে একদল যুবক স্কুলের মাঠে প্রাতভ্রমনে এসে দেখতে পান স্কুলের গেটের তালা ভাঙ্গা অবস্থায় মাটিতে পড়ে আছে তারা সেই মুহুর্তে খবর দেন স্কুলের কর্মরত শিক্ষকদের ।

এরপরই স্কুল কর্তৃপক্ষের অভিযোগ শুনে স্থানীয় অশোকনগর থানার পুলিশ এসে ঘটনার তদন্ত শুরু করার পর অনুমান করে জানায়, প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে এই চুরির ঘটনা ঘটেছে। এমনকি শেষে আরো কয়েকটি কম্পিউটার এবং সাইকেল নিতে না পেরে স্কুলের পাশের জঙ্গলে ফেলে দিয়ে চলে যায় দুষ্কৃতীরা ।

ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শুভাশীষ ঘোষ বলেন,অশোকনগর থানার পুলিশ তদন্তে নেমেছে। এরআগেও ২০১৪ সালে একবার বড় চুরি হয়। তারপরেও স্কুলে নেই নাইট গার্ড। অভিযোগ বার বার আবেদন জানিয়েও নাইট গার্ড মেলেনি।

স্কুল কর্তৃপক্ষের দাবি,দুষ্কৃতীরা স্কুলের তালা ভেঙে চারটি কম্পিউটার ,মিড ডে মিল এর গ্যাসের সিলিন্ডার,বিভিন্ন বাসনপত্র এবং  দুটি সবুজ সাথী সরকারি সাইকেল সহ প্রায় দেড় লক্ষ টাকা লুঠ করে নিয়ে গিয়েছে। “এর আগেও স্কুলে চুরির ঘটনা ঘটে। সে বার ৩টি কম্পিউটার এবং ১০টি পাখা চুরি যায়। সেই চুরির কোনও কিনারা আজ পর্যন্ত হয়নি। তারপর ফের এই চুরি।”

প্রসঙ্গত, ২০১২ সালে অশোকনগর থানা সংলগ্ন হাবরা থানা এলাকার রাউতারা এবং বেড়গুম এলাকার দু’টি স্কুলে চুরির ঘটনা ঘটে।এখনও পর্যন্ত কোনও ঘটনারই কিনারা করতে পারেনি পুলিশ। তবে পর পর স্কুলে চুরির ঘটনার তদন্তে নেমে পুলিশের অনুমান, এই কাজে একটি চক্র সক্রিয়। দিন কয়েক আগে ওই চক্রের চারজনকে গ্রেফতার করা হলেও মূল দুই পাণ্ডাকে এখনও ধরা যায়নি। পুলিশের সন্দেহ সেই চক্রএই চুরির ঘটনায় জড়িত কিনা তদন্ত করছে পুলিশ। এদিনের এই ঘটনায় অশোকনগর থানায় স্কুলের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ।

Previous articleদেশে প্রথম শিশুদের শরীরে ভ্যাকসিনের ট্রায়াল শুরু হল পাটনায়
Next articleশর্তসাপেক্ষে দিনে ৩ ঘণ্টা খুলবে হোটেল-রেস্তোরাঁ, শপিং মলও খোলার ভাবনা : নবান্ন থেকে মুখ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here