অন্তর্ভুক্তিমূলক শিক্ষার প্রশিক্ষণ শিবির

0
1497

সুব্রত বক্সী, দেশের সময়:

গত ১৩ ও ১৪ জুন ২০১৯ গোবোরডাঙা হিন্দু মহাবিদ্যালয়ে দু’দিন ব্যাপী অনুষ্ঠিত হল অন্তর্ভুক্তি শিক্ষার বিষয়ে একটি কর্মশালা । এটি নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ও গোবরডাঙা হিন্দু মহাবিদ্যালয়ের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয় ৷উপস্থিত ছিলেন নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিরেক্টার ডাঃ অতীন্দ্রনাথ দে মহাশয় ৷বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে আরও উপস্থিত থেকে আলোচনায় অংশ গ্রহন করেন ডাঃ অন্তরা চৌধুরী, ডাঃ স্বপন সরকার প্রমুখ৷ গোবরডাঙা হিন্দু মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মাননীয় কৃষ্ণ মন্ডল মহাশয় ও উপস্থিত ছিলেন৷

১৯৯৫ সালে পাশ হয় pwd অ্যাক্ট( pupil with disability) ৷তখন থেকেই বিশেষ চাহিদা পূর্ণ শিশুদের দিকে নজর দেওয়া হয়৷ কিন্তু ২০১৫ সালে RPWD(Right to PWD) চালু হওয়ার পর থেকে তা তাদের অধিকারে পরিনত হয় ৷এই অধিকারের ফলে এখন এই সমস্ত শিশুদের এখন আর স্পেশাল স্কুল নয় যে কোনো বিদ্যালয়ে ভর্তি নিতে বাধ্য। তাই এই উদ্দেশ্যে তারাও সাধারন বিদ্যালয়ে সকলের সাথে পড়াশোনা করেই বড় হবে ।যাতে তারা নিজেদের কে যেন অন্য শিশুদের থেকে আলাদা মনে না করে ফলে তাদের মধ্যে হীনমন্যতা দূর হবে ।তারা যেন কখনও ই মনে না করে তারা সমাজে অবহেলার পাত্র ।

এখন প্রশ্ন সমস্তরকম disabled child দের কীভাবে একসাথে সাধারন বিদ্যালয়ে পঠন পাঠন করানো যাবে ? এর জন্য প্রথমেই বিদ্যালয়ের পরিকাঠামো পরিবর্তনের প্রয়োজন যাতে তারা তাদের শ্রেণীকক্ষে বীনা বাধায় পৌঁছাতে পারে এবং শ্রেণীকক্ষে রাখতে হবে বিভিন্ন ধরনের ডিভাইস।যার মাধ্যমে সমস্ত disabled এর শিক্ষা প্রদান করানো যায় ৷
কিন্তু এর জন্য প্রথম ও প্রধান প্রয়োজন শিক্ষক, শিক্ষিকাদের শ্রেনীর মানসিকতার পরিবর্তন ( change of attitude) ৷এর জন্যই এরকম শিবিরের প্রয়োজন ৷এবার আমাদের জেলা সহ সাতটি জেলায় এই শিবির অনুষ্ঠিত হল । শিবিরে কয়েকজন প্রতিষ্ঠিত disabled শিশুদের নিয়ে আসা হয় । যারা তাদের প্রতিবন্ধকতা সত্বেও কীভাবে জীবনে প্রতিষ্ঠা লাভ করেছে তা ব্যক্ত করেন যা শিক্ষক শিক্ষিকাদের উৎসাহ দেয়৷
শুরু হল আগামী দিনের শিক্ষার নতুন এক দিগন্ত ৷এখন দেখার শিক্ষক শিক্ষিকারা কীভাবে নিজেদের তৈরী করে সরকারের এই নতুন চিন্তা ধারাকে সাফল্যে রূপ দেন।

Previous articleবনগাঁয় জাতীয় সড়কের ওপর নির্মীয়মান ব্যবসায়ী সমিতির বিশাল আকার ভবন কে অবৈধ হিসেবে চিহ্নিত করে তা ভেঙে ফেলার দাবিতে জোরদার আন্দোলনে নামলেন ব্যবসায়ীরা
Next articleধুলোট উৎসবে মাতলো বোলপুরবাসি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here