দেশের সময় ওয়েবডেস্কঃ যন্ত্র বলছে খাবার এসে গিয়েছে, বাস্তব বলছে খাবারের ‘খ’ আসেনি। আর তাতে যারপরনাই বিরক্ত টলিউড সুপারস্টার প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ৷ অনলাইন ফুড ডেলিভারি অ্যাপে খাবার অর্ডার করেছিলেন টলিউড অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিন্তু সেই খাবার তাঁর কাছে এসে পৌঁছায়নি। আর তাতেই বেজায় চটেছেন তারকা। নালিশ ঠুকেছেন সোজা প্রধানমন্ত্রী আর মুখ্যমন্ত্রীর কাছে।সোশাল মিডিয়ায় খোলা চিঠি লিখলেন টলি পাড়ার বুম্বা দা।
প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এদিন দুপুরের টুইটারে একটি চিঠি শেয়ার করেছেন। নরেন্দ্র মোদী ও মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে লেখা সেই চিঠিতে তিনি নালিশ করেছেন এক জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি সংস্থার নামে। ভাগ করে নিয়েছেন নিজের তিক্ত অভিজ্ঞতা। তিনি জানিয়েছেন, গত ৩ নভেম্বর তিনি অনলাইনে খাবার অর্ডার করেছিলেন। আগে থেকেই টাকা দেওয়া ছিল। কিছু সময় পর অ্যাপে দেখায় খাবারটি নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়া হয়েছে। কিন্তু অভিনেতার কাছে খাবার এসে পৌঁছয়নি।
বিভ্রান্ত হয়ে সংস্থার সঙ্গে যোগাযোগ করেন প্রসেনজিৎ। তাঁরা সমস্যা শুনে টাকা ফেরত দিয়ে দেন। কিন্তু অভিনেতার প্রশ্ন, কেন এমন হল? কেন টাকা দিয়ে খাবার চেয়েও তিনি পেলেন না? যদি কেউ এই অনলাইন খাবারের উপরেই নির্ভর করে থাকে, তবে কি সেদিনের মতো তাকে না খেয়েই থাকতে হবে? প্রশ্ন তুলে মোদী আর মমতাকে চিঠি লিখেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
অনলাইনে খাবার ডেলিভারি দেয় যে সংস্থাগুলি তাদের বিরুদ্ধে এমন গোলমালের অভিযোগ নতুন নয়। এর আগেও খাবার চেয়ে পাননি অনেকেই। দেখা গেছে খাবার এসে পৌঁছয়নি, কিন্তু টাকা কেটে নেওয়া হয়েছে। এমন অভিযোগ হামেশাই শোনা গেছে। কোভিডকালে অনেকেই এই অনলাইন খাবারের অ্যাপগুলির উপর ভরসা করে থাকেন। বাড়ি থেকে বেরোনোর সম্ভাবনা এড়ানোর এটিই বিকল্প। কেন এই ধরণের গোলমাল সেখানে হবে, সেই প্রশ্নই তুলেছেন প্রসেনজিৎ, দৃষ্টি আকর্ষণ করেছেন মুখ্যমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর।
Respected PM @narendramodi and Respected CM @MamataOfficial, your kind attention please. pic.twitter.com/fry7F6wYl7
— Prosenjit Chatterjee (@prosenjitbumba) November 6, 2021