দেশের সময় ওয়েবডেস্কঃ কলকাতায় এসেছিলেন দেশের বক্সিং রানি মেরি কম। এক বাণিজ্যিক প্রচারে। ‘অঙ্কিত’ টিএমটি বারের ব্র্যান্ড আম্বাসাডর হয়েছেন মেরি কম।
সেই উপলক্ষেই শনিবার বিকেলে বাইপাস–লাগোয়া এক পাঁচতারা হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন মেরি কম।
এক প্রশ্নের উত্তরে খোলামেলা বলেই দিলেন মেরি কম, ‘হ্যাঁ, ধোনি ক্রিকেটের কিংবদন্তি হলে আমি অবশ্যই বক্সিংয়ের কিংবদন্তি। এ বিষয়ে আমার নিজের কোনও সন্দেহ নেই। বক্সিংেয় আমার সব পদক রয়েছে। একমাত্র অলিম্পিক সোনা নেই। এবার সেটা পেতে চাই।’
মেরি কমের সামনে এখন ‘লক্ষ্য’ ২০২০ টোকিও অলিম্পিক। তারই প্রস্তুতিতে মগ্ন মেরি। ‘প্রচুর পরিশ্রম করছি। অলিম্পিক যোগ্যতাপূর্বক প্রতিযোগিতা নভেম্বরে রাশিয়াতে হবে। তবে যে ক্যাটাগরি আমার পছন্দ, সেই ক্যাটাগরি অলিম্পিকে নেই।
আমাকে ৫১ ক্যাটাগরিতে নামতে হবে। তাই আমার পরিশ্রম বেড়েছে। নিয়মিত প্র্যাকটিস করছি।’
দেশের বক্সিংয়ের হালহকিকত সম্পর্কে মেরির মতামত হল, ‘এখন সুযোগ বেড়েছে। পরিকাঠামো আগের থেকে ভাল হয়েছে।
ফোকাসের অভাবের জন্য পদক আসছে না। কিছু অ্যাথলিট একটা পদক পাওয়ার পরই নানা দিক থেকে কোটি কোটি টাকা পাচ্ছে, তার ফলে ফোকাস নষ্ট হচ্ছে। তারপর আর অন্য ক্যাটাগরিতে মন দিতে পারছে না। আমি নিজের ফোকাস নষ্ট হতে দিইনি।
আমার লক্ষ্য দেশকে অলিম্পিক থেকে সোনার পদক এনে দেওয়া।’
না, প্রত্যক্ষ রাজনীতিতে আসার ইচ্ছে নেই রাজ্যসভার সাংসদ মেরি কমের। ‘রাজনীতিতে যেতে চাই না। ইচ্ছেও নেই। তবে, যে সরকার আমার কাছে বক্সিং সংক্রান্ত সাহায্য চাইবে, সেই সরকারকে সাহায্য করব।
কলকাতা শহরে মেরি কম।ছবি: শান্তনু বিশ্বাস।