দেশের সময় ওয়েবডেস্কঃ করোনা মোকাবিলায় অতি তৎপর বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সতর্কতা বাণী প্রচারের কোনও ত্রুটিই তিনি রাখছেন না। নবান্নে একের পর এক বৈঠক। তার মধ্যেও লিখে ফেললেন করোনা সংক্রান্ত একটি কবিতা। নাম দিলেন ‘করোনা’। রইল তাঁর দু’টারটে পংক্তি।
‘ইবোলা–এবেলা–মার্স–সার্স
ডেঙ্গু–সোয়াইন ফ্লু!
সব হয়ে গেছে
কমজোরি–
করোনা করেছে গাঁ–উজাড়ি।
ওটা নাকি বড্ড ভারী।’
এর আগেও এনআরসি এবং সিএএ–এর বিরোধিতার সময়ে তিনি ছবি এঁকে রাজ্যের মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছিলেন। আর এবার তাঁর মাধ্যম পদ্য। শুধুমাত্র সতর্কতার বার্তাই নয়। কবিতার মধ্যে দিয়ে তিনি শ্রেণী ভেদাভেদের কুপ্রভাবের কথাও উচ্চারণ করেছেন।