দেশের সময় ওয়েবডেস্কঃ যুব তৃণমূল সভাপতি তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী আইনি নোটিস পাঠালেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়কে। ওই নোটিসে বলা হয়েছে বাবুলকে তাঁর মন্তব্যের জন্য ৭২ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।
কয়েকদিন আগে অভিষেক একটি জন সভায় বলেছিলেন, “বিজেপি নেতাদের সাহস নেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম নেওয়ার সাহস নেই। কী বলছেন, ভাইপো! আর কী বলছেন, ভাতিজা!”
এরপর গত ৩১ ডিসেম্বর বাবুল আসানসোলে বলেন, “ভাইপোর আবার গোসা হয় নাম না বললে। আমার কোনও ভয় নেই। আমি তো বলছি, কয়লা-গরু পাচারের টাকায় কলকাতায় মহল বানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।”
এরপরেই বাবুলের মুম্বইয়ের অফিস ও বিজেপি রাজ্য দফতরে আইনি নোটিস পাঠিয়েছেন অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু। যদিও বাবুল বলেছেন, তিনি কিছু জানেন না। তাঁর আইনজীবী বিষয়টি দেখবে।
এর আগে ২০১৭ সালে বাবুলের বিরুদ্ধে সিটি সিভিল কোর্টে মামলা করেছিলেন অভিষেক। আদালত বলেছিল, এই ভাবে প্রমাণ ছাড়া কারও বিরুদ্ধে অভিযোগ করা যায় না। সেই রায় চ্যালেঞ্জ করে হাইকোর্টে গিয়েছিলেন বাবুল। উচ্চ আদালতও একই কথা বলেছিল।
অভিষেকের আইনজীবী এদিন নোটিসে বলেছেন, বাবুল ক্ষমা না চাইলে আদালত অবমাননার মামলা করা হবে।