৫০০০কর্মী ছাটাইয়ের সিদ্ধান্ত নিল রিলায়েন্স জিও

0
1026

দেশের সময় ওয়েবডেস্কঃ প্রায় পাঁচ হাজার কর্মী ছাটাই করছে রিলায়েন্স জিও। মূলত কন্ট্রাকচুয়াল কর্মী ছাটাই হলেও এর মধ্যে ৫০০ থেকে ৬০০ স্থায়ী কর্মীয়ো রয়েছেন বলে খবর।

মুকেশ আম্বানীর সংস্থা রিলায়েন্স জিও এই মুহূর্তে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা। একের পর এক রেকর্ড গড়ে এগিয়ে চলেছে এই সংস্থা। তবু এক সঙ্গে দেশজুড়ে ছাটাইয়ের নীতি নিয়েছে সংস্থা। যাঁদের ছাটাই করা হয়েছে তাঁর মধ্যে বেশিটাই গ্রাহকদের সঙ্গে যাঁরা সরাসরি কাজ করেন। এছাড়াও সাপ্লাই চেন, হিউম্যান রিসোর্স, ফিনান্স, অ্যাডমিনিস্ট্রেশন এবং নেটওয়ার্ক বিভাগের কর্মীদের ছাটাই করা হচ্ছে বলে খবরে প্রকাশ।

গোটা দেশে জিও-র স্থায়ী কর্মী রয়েছেন ১৫ থেকে ২০ হাজার। এছাড়াও বিভিন্ন সংস্থা থেকে চুক্তির ভিত্তিতে নেওয়া কর্মীও রয়েছে। সেই সংখ্যাটা অনেক বেশি। এবার কর্মী সংখ্যা কমানোর নীতি নিয়েছে জিও। জানা গিয়েছে, গত জানুয়ারি-মার্চ কোয়ার্টারে জিওর আয়ের হার কমেছে। অন্য দিকে, সংস্থা চালানোর খরচ বেড়েছে ৮ শতাংশ। তার জেরেই কর্মী ছাটাইয়ের সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।

Previous articleকে কে যাচ্ছেন বিজেপিতে-তাই নিয়েই তৃণমূলের অন্দরে এখন তীব্র আশঙ্কা
Next articleবনগাঁয় তৃণমূল নেতার দখলে রাখা বসত বাড়ি পূণ:দখল করে ফেরত দিল বিজেপি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here