৪ জেএমবি জঙ্গি গ্রেপ্তার হাওড়া–শিয়ালদায়

0
698

দেশের সময় ওয়েবডেস্কঃ হাওড়া এবং শিয়ালদা স্টেশন থেকে গ্রেপ্তার হল চার নিও–জেএমবিআই জঙ্গি। গোপন সূত্রে খবর পেয়ে শিয়ালদা এবং হাওড়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করেছে কলকাতা পুলিসের এসটিএফ। ধৃতদের মধ্যে তিনজনই বাংলাদেশি নাগরকি।

এসটিএফ সূত্রে খবর, সোমবার রাতে শিয়ালদা স্টেশনের পার্কিং লটের কাছে দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা নিষিদ্ধ জঙ্গি সংগঠন নিও–জেএমবিআইএস–এর সদস্য বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। ধৃতদের কাছ থেকে জেহাদ সংক্রান্ত ছবি এবং ভিডিও ফুটেজ সহ মোবাইলফোন, বই, নথি উদ্ধার হয়েছে। অন্যদিকে হাওড়ার স্টেশনেও একইভাবে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার দুজনকে গ্রেপ্তার করেছে পুলিস।

হাওড়ায় ধৃতদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক এবং আরেকজন বীরভূমের বাসিন্দা। তাদের কাছ থেকেও জেহাদ সংক্রান্ত বই, নথি উদ্ধার হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, ধৃত তিন বাংলাদেশিই ভারত টাকা জোগার এবং নতুন সদস্য নিয়োগের লক্ষ্যেই কলকাতায় এসেছিল। ধৃতদের জেরা করা হচ্ছে বলে জানিয়েছেন এসটিএফ–এর গোয়েন্দারা। ‌

Previous articleবাইকে করে এসে বসিরহাটে যুবককে কুপিয়ে খুন করল মহিলা
Next articleএই প্রথম কাটমানি ফেরত দিলেন তৃণমূল নেতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here