দেশের সময় ওয়েবডেস্ক:”লোটা কম্বল” উপন্যাসের জনপ্রিয়তার মধ্যে দিয়ে শুরু হয়েছিল উচ্চতার শিখরে পথচলা। এক কথায় আর কখনও থমকে যাননি তিনি। সর্বদা পাঠকের মুখে পরিচিত নাম এবার সাফল্যের দোরগোড়ায়। ২০১৮সালে ‘সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার’ অর্জন করতে চলেছেন সঞ্জীব চট্টোপাধ্যায়। “শ্রীকৃষ্ণের শেষ কটা দিন” যা প্রকাশিত হয়েছিল “আনন্দ পাবলিশার্স” থেকে। আর সেই বই-এর জন্য এবার নতুন সন্মানের অধিকারী তিনি। এবছর ভারতবর্ষের মোট ২৪টি ভাষার লেখক ছিলেন এই তালিকায়। সেখানে সঞ্জীব চট্টোপাধ্যায় নাম ঘোষণা হতেই আপ্লুত বাংলার শিল্প-সাহিত্য মহল। অতীতে সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দু মুখোপাধ্যায়, শক্তি চট্টোপাধ্যায়, সমরেশ মজুমদার সহ প্রমুখ বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ এই সন্মানে ভূষিত হয়েছেন।