১৪ দিনের জন্য বন্ধ লোকাল ট্রেন, জানাল নবান্ন

0
667

দেশের সময় ওয়েবডেস্কঃ বাংলায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলা করতে বৃহস্পতিবার থেকে বন্ধ করা হচ্ছে লোকাল ট্রেন পরিষেবা। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ঘোষণায় বিপাকে পড়েছেন নিত্যযাত্রীদের একাংশ। এই প্রেক্ষিতে নবান্নের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল, আপাতত ১৪ দিনের জন্য বাংলায় বন্ধ থাকছে লোকাল ট্রেন পরিষেবা। যদিও রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পরবর্তী বিজ্ঞপ্তি প্রকাশ না হওয়া পর্যন্ত রাজ্যের সমস্ত লোকাল ট্রেন পরিষেবা বৃহস্পতিবার থেকে বন্ধ থাকবে।

উল্লেখ্য, গত কয়েকদিন ধরে পূর্ব ও দক্ষিণ পূর্ব শাখায় একাধিক রেলকর্মী করোনায় আক্রান্ত হয়েছিলেন। যার জেরে কমেছিল ট্রেনের সংখ্যা। শেষমেশ পুরোপুরি বন্ধ করা হল লোকাল ট্রেন পরিষেবা।

এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্যে মাস্ক বাধ্যতামূলক করা হয়েছে। রাজ্য সরকার অফিসে ৫০ শতাংশ হাজিরা করা হচ্ছে। শপিং মল, স্পা, জিম, বার অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। সমস্ত সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক সমাবেশ বন্ধ থাকবে। ৫০ জনকে নিয়ে বিয়ের অনুষ্ঠান বা কোনও অনুষ্ঠান করা যাবে। এজন্য অনুমতি নিতে হবে। এবার ভার্চুয়ালি রবীন্দ্র জয়ন্তী করা হবে।

সকাল ৭টা থেকে ১০টা ও বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত বাজার খোলা থাকবে। সম্পূর্ণ লকডাউন না করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মমতা। মুখ্যমন্ত্রী আরও

Covid 19 মোকাবিলায় বাংলায় কী কী বিধিনিষেধ থাকছে, জানুন…

* সকাল ১০টা থেকে দুপুর ২টো পর্যন্ত ব্যাঙ্ক খোলা থাকবে।

* সংখ্যায় অর্ধেক হবে বাস ও মেট্রোর সংখ্যা।
*গয়নার দোকান বেলা ১২টা তেকে ৩টে পর্যন্ত খোলা থাকবে।
*বিমানে যাতায়াতে কোভিড রিপোর্ট নেগেটিভ বাধ্যতামূলক।
*বেসরকারি সংস্থায় ৫০ শতাংশ কর্মীকে ওয়ার্ক ফর্ম হোম করতে হবে।

* শপিং মল, জিম, রেস্তরাঁ, বার অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
*সকাল ৭টা থেকে ১০টা ও বিকেল ৫টা থেকে ৭টা পর্যন্ত বাজার খোলা থাকবে।
* আগামীকাল থেকে বন্ধ সব লোকাল ট্রেন।
*দূরপাল্লার ট্রেন ও আন্ত:রাজ্য বাস পরিষেবায় কোভিড নেগেটিভ রিপোর্ট থাকতে হবে।

Previous articleবাংলায় লোকাল ট্রেন বন্ধ কাল থেকে, বড় ঘোষণা মমতার
Next articleআজও বৃষ্টির সঙ্গী ঝোড়ো হাওয়া পূর্বাভাস হাওয়া অফিসের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here