দেশের সময় ওয়েবডেস্কঃ রবিবার রাতে হাবড়া স্টেশন চত্বরে দলের শ্রমিক সংগঠনের কার্যালয়ের সামনে বসে ছিলেন এসএফআই নেতা–কর্মীরা। সেখানে তাঁদের ওপর হামলার অভিযোগ উঠেছে বিজেপি–র ছাত্র সংগঠন এবিভিপি–র বিরুদ্ধে। এই ঘটনায় আক্রান্ত এসএফআই নেতারা হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করতে গেলে সেখানেও তাঁদের ওপর হামলা হয় বলে অভিযোগ। মোট ৩ জন জখম হয়েছেন। হামলার ছবি তুলতে গেলে সংবাদমাধ্যমের এক প্রতিনিধির ওপর হামলা চালায় এবিভিপি–র কর্মীরা।
মোবাইল ফোন কেড়ে নিয়ে ওই সাংবাদিককে হেনস্থা করা হয় বলে অভিযোগ।
এসএফআইয়ের হাবড়া শহর স্থানীয় কমিটির এক সদস্যের অভিযোগ, প্রতিদিনের মতো এদিনও রাত ৯টা নাগাদ কয়েকজন এসএফআই কর্মী হাবড়া রেল স্টেশনের ওপর সিটু–র কার্যালয়ের সামনে বসে কথা বলছিলেন। সেই সময় হঠাৎই বিনা প্ররোচনায় এবিভিপি–র কর্মীরা প্রথমে কটূক্তি করে। তারপর আচমকাই তাঁদের ওপর হামলা চালায়।
ঘটনার পর রাত ১০টা নাগাদ এসএফআইয়ের পক্ষ থেকে হাবড়া থানায় লিখিত অভিযোগ জানাতে গেলে সেখানেও ফের হামলা চালানো হয়। এসএফআইয়ের প্রতিনিধিরা থানা চত্বরে পৌঁছোতেই প্রায় ৭০–৮০ জন এবিভিপি কর্মী–সমর্থক তাঁদের ওপর লাঠি, বাঁশ, ধারালো অস্ত্র নিয়ে হামলা করা হয়। যদিও পাল্টা হামলার অভিযোগ দায়ের করেছে এবিভিপি–ও।