সৌন্দর্য্য: প্রাক পুজো প্রস্তুতি

0
1331

অর্পিতা দে ,কলকাতা:

পুজোর কেনাকাটা প্রায় শেষ পর্যায়৷শুধু নতুন জামা পড়লেই তো আর হবে না তৈরী করতে হবে নিজের একটা নতুন ল্যুকও ।তাই পুজোর দিন নিজেকে আরো একটু সুন্দর করে তোলার জন্য চলছে বঙ্গললনাদের পুজোর সাজের শেষমুহূর্তের প্রস্তুতি৷ আর সে বিষয় নিয়েই এবারের দেশের সাজঘরে পুজোর সাজগোজের কিছু টিপস দিলেন বিউটিশিয়ান চন্দ্রা গুপ্তা এবং কোলকাতার একটি অতি পুরানো ঐতিহ্যশালী বিউটিপার্লারের অভিজ্ঞ সদস্যরা৷

হেয়ার স্টাইল : এবার পুজোয় হেয়ার কাটিং এ চলছে লেয়ার, স্টেপ এন্ড লেয়ার্স, বব, গ্রাজুয়েশান ৷ বাচ্চাদের হেয়ার কাটিংয়ের মধ্যে বব, মাশরুমএগুলোই চলছে৷ হেয়ার কালারের মধ্যে চাহিদা বেশি হাইলাইটের। কেউ শুধু চুলের নিচের দিকটুকুই হাইলাইট করছেন; এছাড়াও রয়েছে গ্লোবাল কালার, গোল্ডেন, পিঙ্ক, রেড ইত্যাদি৷

প্রাক পুজো ফেসিয়াল: পুজোর সাত দশ দিন আগে থেকেই এর জন্য প্রস্তুতি নেয়া প্রয়োজন৷ সেক্ষেত্রে একটা ট্যান ক্লিনিং আগে করে নিতে হবে। চোখের ডার্ক সার্কেল দূর করার জন্য রাতে শোয়ার আগে বেবি অয়েল লাগালে ডার্ক সার্কেল এবং রিঙ্কিল দুক্ষেত্রেই উপকার পাওয়া যায় এছাড়া আলুর রস, শসার রস, আমন্ড বাদাম বাটা ও হলুদ মিশিয়ে লাগলেও খুব তাড়াতাড়ি উপকার পাওয়া যায়। ঘরোয়া উপায়ে টক দই ও হলুদের প্যাক ট্যান রিমোভের জন্য বেশ কার্যকরী৷ এরপর পুজোর ঠিক দু একদিন আগে ফুল ফেসিয়াল৷

এতো গেলো প্রাক পুজো মেক আপ কিন্তু পুজোর দিন গুলোয় সারাদিন রোদে পুড়ে কিংবা বৃষ্টিতে ভিজে যাতে মেক আপ নষ্ট না হয়ে সেক্ষেত্রে খুব হালকা এবং ওয়াটার প্রুফ মেকাপ করে ভালো৷

আর বাড়ি ফিরে রাতে শোয়ার আগে যত কষ্টই হোক না কেন ভালো করে মুখ ধুয়ে সামান্য বেবি অয়েল দিয়ে লাগিয়ে মুছে নিয়ে নাইট ক্রিম লাগিয়ে ঘুমাতে গেলে পরের দিন ত্বক থাকবে ঝলমলে৷ সেইসাথে প্রয়োজন প্রচুর পরিমানে জল খাওয়া ও নিজেকে যতটা সম্ভব স্ট্রেস মুক্ত রাখা৷- দেখুন ভিডিও :

Previous articleপুলিশে চাকরি দেওয়ার নামে ৭ লক্ষ টাকা প্রতারণা, ধৃত অভিযুক্ত
Next articleনতুন বেতন এর১০ তথ্যে জানুন কী বাড়ছে, কী কমছে নতুন বছরে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here