দেশের সময়: – প্রতীক্ষার অবসান। সোমবার ভোরে শহরে চলে আসছেন লাল-হলুদের পঞ্চম বিদেশি মার্কোস এসপারা। কোয়েস
সূত্রে একথা জানা গিয়েছে।
কোয়েসের সিইও সঞ্জিত সেন জানিয়েছেন, দু’এক দিনের মধ্যেই শহরে চলে আসবেন মার্কোস। তবে কবে মার্কোস শহরে আসবেন
সেই ব্যাপরে নিশ্চিত করে বলতে পারব না। ’ বিদেশি স্ট্রাইকার ছাড়াই কলকাতা লিগে ও ডুরান্ডে খেলছে লাল-হলুদ।
বিদেশি
স্ট্রাইকার না থাকলেও লিগে ভালো খেলছে ইস্টবেঙ্গলের ফুটবলাররা। তবে মার্কোস আসার পরে দলের শক্তি বাড়বে বলেই মনে করা
হচ্ছে। জানা গিয়েছে ষষ্ঠ স্ট্রাইকার নেওয়ার ব্যাপারে অনেকদূর এগিয়ে গিয়েছেন লাল-হলুদ কর্তারা। তবে এই ব্যাপারে ফেডারেশনের
সবুজ-সঙ্কেতের ওপর নির্ভর করছেন তারা। জানা গিয়েছে সামনের সপ্তাহেই ফেডারেশন কর্তারা ঠিক করবেন ক’টা বিদেশি
খেলানো যাবে।
তারপর ষষ্ঠ বিদেশি নথিভুক্ত করানোর ব্যাপারে সিদ্ধান্ত নেবেন লাল-হলুদ কর্তারা। এদিকে, শনিবার প্রবল বৃষ্টির
মধ্যেই ডুরান্ড সেমিফাইনালের প্রস্তুতি সারল লাল-হলুদ। ২১ অগস্ট ডুরান্ড সেমিফাইনালে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ গোকুলাম। এই
দলটি বেশ শক্তিশালী। তাই সেমিফাইনাল ম্যাচ নিয়ে সিরিয়াস আলেজান্দ্রো।