সীমান্তে গোলা বর্ষণ পাক সেনার

0
830

দেশের সময়ওয়েবডেস্কঃ প্রত্যাঘাত সামলাতেই দিনভর সময় লেগে গিয়েছে পাকিস্তানের। অন্ধকার নামতেই আবারও পুরনো ভূমিকায় দেখা গেল পাক সেনাবাহিনীকে। বিকেল সাড়ে পাঁচটা থেকে কাশ্মীরের সাত জায়গায় সংঘর্ষ বিরতি লঙ্ঘন করল পাক সীমান্তরক্ষী বাহিনী। নৌসেরা, আখনুর, কৃষ্ণঘাঁটি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর শুরু হয়েছে গোলা বর্ষণ। রাজৌরি এবং পুঞ্চ সেক্টরেও গুলি বর্ষণ শুরু করেছে পাক বাহিনী।
যদিও চুপ করে বসে থাকেনি ভারতীয় সেনা। পাক বাহিনীর গুলি, মর্টার শেল বর্ষণের পাল্টা জবাব দিয়েছে ভারতীয় সেনাও। পাকিস্তান যে সীমান্তে সংঘর্ষ বিরতি লঙ্ঘন করবে তা আগাম বুঝতে পেরেছিল ভারত। সেকারণেই প্রস্তুতি নেওয়াই ছিল। পাক রেঞ্জার্সদের গুলির জবাবে পাল্টা গুলি বর্ষণ চালিয়ে যাচ্ছে ভারতীয় বাহিনী। ‌
গতরাতেই ভারতীয় সেনার অভিযানে যে পাকিস্তান শিক্ষা নেয়নি, এই ঘটনায় আবারও তা প্রমাণিত হল। যদিও ভারত হামলা চালানোর পরেই পাক প্রধানমন্ত্রী ইমরান খান তাঁর সেনাকে সবরকম পরিস্থিতির জন্য প্রস্তুত থাকতে বলেছেন। যেন যুদ্ধের পরিস্থিতি। সূত্র মারফত এমনও খবর পাওয়া গিয়েছে, যেখানে জানানো হয়েছে মাসুদ আজহারকে নিরাপদে হাসপাতালে রেখেছে পাক প্রশাসন। ‌

Previous articleবালাকোটে হানার পরে ব্যস্ততার মধ্যে দিন কাটালেন মোদী
Next articleঅস্ট্রেলিয়ার কড়া বার্তা পাকিস্তানকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here