সমুদ্রপথে জঙ্গিদের প্রবেশ আটকাতে বিশেষ জিপি এস

0
772

দেশের সময় ওয়েবডেস্ক: মাঝ সমুদ্রপথে জঙ্গিদের প্রবেশ আটকাতে এবং দুর্যোগে মৎস্যজীবীদের রক্ষা করতে গোটা দেশে জেলে নৌকো বা ট্রলারে বসানো হচ্ছে বিশেষ ‘‌জিপিএস’‌ রাজ্য নৌবাহিনীর সদর দপ্তর সূত্রের খবর ইতিমধ্যেই তামিলনাড়ুতে এ‌ই জিপিএস ব্যবস্থাটি কাজে লাগানো শুরু হয়েছে। আগামী দিনে গোটা দেশের সমস্ত মাছ ধরার নৌকো বা ট্রলারে এই জিপিএস বাধ্যতামূলক ভাবে লাগাতে হবে। যেহেতু দেশীয় প্রযুক্তিতে এটি তৈরি, সে কারণে এর দামও কম হবে।’‌

গত ২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বই হামলার পরেই জলপথে নজরদারি আরও বাড়ানো হয়। উগ্রপন্থীরা জেলে নৌকো ছিনতাই করে জলপথে মুম্বইতে প্রবেশ করে। নতুন এই যন্ত্রটির মাধ্যমে যে খবরাখবর আসবে, সেখান থেকে নিরাপত্তা বাহিনীর যদি কোথাও কোনও সন্দেহ হয়, তাহলে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা যাবে এই ব্যাবস্থার মাধ্যমে। রাজ্যে যারা মাছ ধরতে যান, রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁদের ৭০ শতাংশকেই বায়োমেট্রিক কার্ড দিয়ে দেওয়া হয়েছে। তবে এঁদের মধ্যে অনেকেই আছেন যাঁরা মাছ ধরা বন্ধ করে দিয়েছেন অথচ কার্ড ফেরত দেননি বলে অভিযোগ এবং তার ফলে অনেক সমস্যা দেখা দিচ্ছে অনেক ক্ষেত্রে,নতুন পদ্ধতি চালু হলে সেই সমস্যারও সমাধান হবে বলে মনে করছেন প্রশাসন ৷ আগামী দিনে যুদ্ধ জাহাজ তৈরির সংস্থা গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ‘‌আনম্যানড মাইনস্যুইপার শিপ’‌ বা স্বয়ংক্রিয় মাইন চিহ্নিতকরণ ও ধ্বংসকারী রণতরী তৈরি করবে বলে সূত্রের খবর৷ এ বিষয়ে ইজরায়েলের সঙ্গে একটি সমঝোতাপত্র স্বাক্ষর হবে বলে জানা গেছে। পাশাপাশি নয়াচরে নৌবাহিনীর একটি বাঘাঁটি তৈরির বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে৷

রাজ্যে যারা মাছ ধরতে যান, রাজ্য সরকারের পক্ষ থেকে তাঁদের ৭০ শতাংশকেই বায়োমেট্রিক কার্ড দিয়ে দেওয়া হয়েছে। তবে এঁদের মধ্যে অনেকেই আছেন যাঁরা মাছ ধরা বন্ধ করে দিয়েছেন অথচ কার্ড ফেরত দেননি বলে অভিযোগ এবং তার ফলে অনেক সমস্যা দেখা দিচ্ছে অনেক ক্ষেত্রে,নতুন পদ্ধতি চালু হলে সেই সমস্যারও সমাধান হবে বলে মনে করছেন প্রশাসন ৷ আগামী দিনে যুদ্ধ জাহাজ তৈরির সংস্থা গার্ডেনরিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড ‘‌আনম্যানড মাইনস্যুইপার শিপ’‌ বা স্বয়ংক্রিয় মাইন চিহ্নিতকরণ ও ধ্বংসকারী রণতরী তৈরি করবে বলে সূত্রের খবর৷ এ বিষয়ে ইজরায়েলের সঙ্গে একটি সমঝোতাপত্র স্বাক্ষর হবে বলে জানা গেছে। পাশাপাশি নয়াচরে নৌবাহিনীর একটি বাঘাঁটি তৈরির বিষয়ে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে৷

Previous articlePHOTO OF THE DAY
Next articleবীরভূমে অনুব্রতর খোল-করতালের প্রস্ততি 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here