দেশের সময় ওয়েবডেস্কঃ আভাস ছিলই, সেই মতই মঙ্গলবার সকাল আটটা থেকে শুরু কলকাতা পুরভোটের গণনা শুরু হতেই সবুজ ঝড় উঠেছে কলকাতা পুরসভা নির্বাচনের ফলাফলে।কলকাতায় একটি একটি করে ওয়ার্ডের ফল ঘোষণা শুরু, সবুজ ঝড়ে বিরোধীদের দশে আটকে থাকার ইঙ্গিত ৷
এখনও পর্যন্ত বেশ কয়েকটি রাউন্ডের গণনা শেষ হয়েছে। তাতে, ১৩২টি ওয়ার্ডে এগিয়ে আছে তৃণমূল। বিজেপি এগিয়ে ৫ টি ওয়ার্ডে বাম ও কংগ্রেস এগিয়ে ২টি করে ওয়ার্ডে। নির্দল প্রার্থী এগিয়ে আছে ১টিতে।
তৃণমূলের সব তারকা প্রার্থী এগিয়ে রয়েছে। সেই তালিকায় আছেন ফিরহাদ হাকিম, কাজরী বন্দ্যোপাধ্যায়, অতীন ঘোষেরা।
১০ হাজার ভোটে জয়ী দেবাশিস কুমার
৮৫ নম্বর ওয়ার্ডে প্রার্থী হয়েছিলেন রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার। তিনি ১০ হাজার ভোটে জয়ী হয়েছেন।
অন্যদিকে বিজেপির প্রথম জয়ের খবর এসেছে ২২ নম্বর ওয়ার্ড থেকে। গণনা শেষে জয়ী হয়েছেন বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত।
৬৩, ৬৪, ৮৩, ১১৫, ১১৭, ১১৯, ১২২ জয়ী তৃণমূল
৬৩ নম্বর ওয়ার্ডে জিতেছেন সুস্মিতা ভট্টাাচার্য চট্টোপাধ্যায়। ২০১৫ সালেও এই ওয়ার্ডে জিতেছিল তৃণমূল।
৬৪ নম্বর ওয়ার্ডে জিতেছেন সাম্মি জাহান বেগম। ২০১৫ সালেও এই ওয়ার্ডে জিতেছিল তৃণমূল।
৮৩ নম্বর ওয়ার্ডে জয়ী প্রবীর কুমার মুখোপাধ্যায়। ২০১৫ সালেও এই ওয়ার্ডে জিতেছিল তৃণমূল।
১১৫ নম্বর ওয়ার্ডে জয়ী রত্না সুর। ২০১৫ সালেও এই ওয়ার্ডে জিতেছিল তৃণমূল।
১২২ নম্বর ওয়ার্ডে জয়ী সোমা চক্রবর্তী। ২০১৫ সালেও এই ওয়ার্ডে জিতেছিল তৃণমূল।
১১৭, ১১৮ এবং ১১৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল
১১৭, ১১৮ এবং ১১৯ নম্বর ওয়ার্ডে ইতিমধ্যেই জিতে গিয়েছে তৃণমূল। ২০১৫ সালের নির্বাচনেও এই তিনটি কেন্দ্রে জিতেছিল তৃণমূল।
১১৭ নম্বর ওয়ার্ডে জয়ী অমিত সিংহ।
১১৮ নম্বর ওয়ার্ডে জয়ী তারক সিংহ।
১১৯ নম্বর ওয়ার্ডে জয়ী কাকলি বাগ।
সর্বশেষ খবর অনুযায়ী, অধিকাংশ বরোতেই গণনা প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে৷ যে আসন গুলিতে তৃণমূল প্রার্থীরা জয়ী হয়েছেন, তাঁদের মধ্যে উল্লেখযোগ্য বসুন্ধরা গোস্বামী, দেবাশিস কুমার, তারক সিং৷ ৮৮ নম্বর ওয়ার্ড থেকে জয়ী হয়েছেন তৃণমূলের আর এক হেভিওয়েট প্রার্থী মালা রায়৷ ৭০ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন তৃণমূলের অসীম বসু৷
তৃণমূল বাদে একটি আসনে জয়ী হয়েছে কংগ্রেসও৷ ১৩৭ নম্বর ওয়ার্ডে জয়ী হয়েছেন কংগ্রেস প্রার্থী ওয়াসিম আনসারি৷ ৪৫ নম্বর ওয়ার্ড থেকে জিতে গিয়েছেন কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক৷
বিজেপি অবশ্য চারটি ওয়ার্ডেই এগিয়ে রয়েছে বলে খবর৷ অনেকগুলি কেন্দ্রেই দু’ নম্বরে উঠে এসেছে বামেরা৷
জয়ের পর ৮৮ নম্বর থেকে জয়ী প্রার্থী এবং তৃণমূলের সাংসদ মালা রায় বলেছেন, ‘মানুষ যেভাবে আমাদের আশীর্বাদ করেছেন, তাতে পুরবোর্ড গঠন হলেই প্রচুর কাজ হবে৷ যে কাজ হলে মানুষ যে কাজ করলে খুশি হবেন, সেই কাজই হবে৷’