শুরু হচ্ছে কলকাতা সাহিত্য উৎসব, জানুন বিস্তারিত

0
803

শুরু হচ্ছে কলকাতা সাহিত্য উৎসব, জানুন বিস্তারিত

শীতের হাওয়ায় আমলকীদের ডালে ডালে এখন নাচের উৎসব। আর সেই উৎসবের সীমারেখা-কে আরও সুদূরপ্রসারী করে তোলার লক্ষ্যেই এবার ঐহিক পত্রিকার উদ্যগে শুরু হবে কলকাতা সাহিত্য উৎসব। আগামী ২০ এবং ২১শে জানুয়ারি যা অনুষ্ঠিত হতে চলেছে অ্যাকাডেমি সভাগৃহ ও জীবনানন্দ সভাঘরে। উৎসবের নামকরণ করা হয়েছে “অক্ষরশরীর মহামাত্রা পাক্”। উদ্বোধনের মধ্যে দিয়ে যে উৎসবের সূচনা ঘটাবেন সদ্য সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার জয়ী সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায় ও সৌরীন ভট্টাচার্য। কবি শঙ্খ ঘোষ, অলোকরঞ্জন দাশগুপ্ত, সুবোধ সরকার, কালীকৃষ্ন গ্রুহ, কথা সাহিত্যিক রমানাথ রায়, অমর মিত্র ছাড়াও সুদূর বাংলাদেশ থেকে অনুষ্ঠানে যোগ দেবেন বিশিষ্ঠ চিন্তাবিদ সলিমুল্লা খান, কবি ফরিদ কবির, কথা সাহিত্যিক নাসরিন জাহান-এর মতো বিশিষ্ঠ ব্যক্তিবর্গ। সবমিলিয়ে এখন উৎসবের প্রস্তুতি বাংলার সাহিত্য মহলে।

Previous articleদ্বিতীয় টেস্টে পরাজয়, বিরাট বললেন…
Next articleতুষারপাত সান্দাকাফুতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here