শীতেরপথ অবরোধ করে ফের বৃষ্টি ঢুকল বঙ্গে! আবহাওয়ার পূর্বাভাস জানুন

0
404

দেশের সময় ওয়েবডেস্কঃ বঙ্গোপসাগরের উপর সৃষ্ট নিম্নচাপের জেরেই বঙ্গে শীত প্রবেশে বাধা হয়ে দাঁড়িয়েছে। আগামী ২ দিন তাপমাত্রা কিছুটা বাড়বে। এমনই ইঙ্গিত দিল হাওয়া অফিস।

তামিলনাড়ুর উপকূলের দিকে নিম্নচাপটি ক্রমশ এগোচ্ছে। কিন্তু তার জেরে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করেছে এ রাজ্যে। এর জেরে পারদ কিছুটা বাড়ছে। সেই সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতে হাল্কা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

কয়েকদিন আগেও বাংলাতে ভোরে বেলায় বেশ শীতের আমেজ উপভোগ করা যাচ্ছিল। ভোর বেলায় ঠান্ডা অনুভূত করছিলেন সকলে। তবে নিম্নচাপের জেরে শীত প্রবেশের কিছুটা বাধা হয়ে দাঁড়িয়েছে। আগামী ২ দিন মতো আবহাওয়ার গতিপ্রকূতি এমনটাই থাকবে।

হাওয়া অফিস জানিয়েছে, এখন আকাশ মূলত মেঘাচ্ছন থাকবে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে জাঁকিয়ে ঠান্ডা কবে পড়বে, সেই খবর এখনও দিতে পারছে না হাওয়া অফিস।
 

উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার পরিবর্তনের এখনই কোনও সম্ভাবনা নেই। 

Previous articleবনগাঁর তৃণমূল নেত্রীকে হুমকি,ভরা সভায় বিজেপি বিধায়কের নিদান তৃণমূল নেতা গুন্ডাগিরি করলে হাত-পা ভেঙে দিন
Next articleমধ্যপ্রদেশে প্রধানমন্ত্রীর ৪ ঘণ্টার সফর, খরচের বহর ২৩ কোটি পার

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here