শাহরুখকে জন্মদিনের শুভেচ্ছা-মুখ্যমন্ত্রীরঃ

0
907

দেশেরসময় ওয়েবডেস্ক: গোটা দেশ থেকে আসা শুভেচ্ছাবার্তায় ক্রমশ ভরে উঠছে তাঁর মেসেজবক্স। মুম্বইয়ের বান্দ্রার বাংলো ‘মন্নত’‌–এর বাইরে তাঁর হাজারো ভক্তের সমাগমের মধ্যেও মধ্যরাতেই ভেসে যেতে যেতে সিগনেচার স্টাইলে হাত নাড়িয়েছিলেন তিনি। শুক্রবার সকালে সেই শাহরুখ খানকেই শুভেচ্ছা জানালেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে আসন্ন কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে তাঁর আগমন নিয়েও উচ্ছ্বাস প্রকাশ করলেন।

বলিউডের কিং খানের জন্মদিন ২ নভেম্বর।টুইটারে লেখেন বাংলার মুখ্যমন্ত্রী। ‘‌শাহরুখকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। সুস্থ থাকো, আনন্দে থাকো, আমার প্রিয় ভাইটি। বাংলার ব্র্যান্ড অ্যাম্বাস্যাডর হিসেবে তোমাকে পেয়ে আমরা সত্যিই গর্বিত।’‌ এই ভাষাতেই টুইটারে লেখেন বাংলার দিদি, এদিন কলকাতা চলচ্চিত্র উৎসবে শাহরুখ খানের উপস্থিতির কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী লেখেন, ‘‌তোমার সিনেমার মাধ্যমে এভাবেই বিনোদন দিয়ে যাও আমাদের। জীবনে সমস্তরকম বড় সাফল্য অর্জন করো। আসন্ন চলচ্চিত্র উৎসবে খুব তাড়াতাড়িই আমাদের দেখা হবে।’‌ ৫৩ বছর বয়স হল হিন্দি ছবির এই বাদশার তাঁর আগামী ছবি ‘জিরো’‌–র ট্রেলারও মুক্তি পেল শুক্র বার। ছবিটির পরিচালক আনন্দ এল রাই। অভিনয়ে শাহরুখের সঙ্গে রয়েছেন অনুষ্কা শর্মা এবং ক্যাটরিনা কাইফ।

Previous articleঅশোকনগর গোলবাজারে আগুন, পুড়ল৬টি দোকান সহ ১টি বাড়ি
Next articleঅসমের গণহত্যার প্রতিবাদে পথে তৃণমূল,জেলা জুড়ে বিক্ষোভ মিছিল:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here