ইন্দ্রজিৎ রায়, শান্তিনিকেতন
কলা ভবনের শতবর্ষ উপলক্ষে আচার্য নন্দলাল বসু ও শিল্পী অসিত হালদার এর চিত্র প্রদর্শনী উদ্বোধন করলেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় শিল্পী যোগেন চৌধুরী ও কিংবদন্তি চিত্রশিল্পী অরুন পাল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের খ্যাতনামা চিত্র শিল্পী শাহাবউদ্দিন ও সংগীত ভবন এর অধ্যক্ষ নিখিলেশ চৌধুরী সহ কলা ভবনের বিভিন্ন সময়ের প্রাক্তন ছাত্র ছাত্রীরা।
প্রদর্শনীটি দুটি ভাগে ভাগ করা হয়েছে। নন্দন আর্ট গ্যালারির নিচের তলায় প্রখ্যাত শিল্পী অসিত হালদার এর অয়েল পেইন্টিং এ করা 44 টি ছবি স্থান পেয়েছে যার 32 টি গত বছর নেদারল্যান্ড থেকে আনা হয় এবং উপর তলায় আচার্য নন্দলাল বসুর বিভিন্ন সময়ে 90 টি আঁকা স্কেচ প্রদর্শিত হয়েছে।
অসিত হালদারের মূলত বুদ্ধের জীবনী সিরিজের অংশবিশেষ এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে যা চলবে 10 ই আগস্ট পর্যন্ত ও নন্দলাল বসুর শিল্প প্রদর্শনী চলবে 15 ই সেপ্টেম্বর পর্যন্ত বলে জানিয়েছেন কলা ভবনের অধ্যক্ষ সঞ্জয় মল্লিক।