দেশের সময়, ওয়েব ডেস্ক:- বলা যায় মঙ্গলবার থেকেই বর্তমানের কিছুটা চিত্র আঁচ করতে সক্ষম হয়েছিল রাজনৈতিক মহল। তৃণমূল সাংসদ সৌমিত্র খাঁ মূল অভিযোগ করেন “তার আপ্তসহায়ক গোপি কে গুম করে দেওয়ার চক্রান্ত করছে বাংলার শাসক দল”। যার পরবর্তীতে উত্তপ্ত হয় রাজনৈতিক মহল। চলে বিস্তর আলোচনা। বলা যায় ছবির শেষ চিত্রটা প্রকাশিত হলো আজ। বুধবার বাঁকুড়া ফেরার কথা থাকলেও তিনি এলেন না। বরং সকাল হতেই উপস্হিত হলেন সংসদে। যেখানে তাকে পাশে নিয়ে একদা তৃণমূলের সেকেন্ড ম্যান মুকুল রায়ের ঘোষনা, “বিজেপি তে যোগ দিচ্ছেন সৌমিত্র খাঁ”। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে বিজেপি সর্বভারতীয় সভাপতি অমিত শাহের কথা হয়েছে বলে খবর। রাজনৈতিক মহলের মতে সৌমিত্র খাঁ-এর কাজে খুশি ছিলেন না দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যা দলের কোর কমিটির মিটিং থেকেই স্পষ্ট। যেখানে সৌমিত্র বাবুকে লক্ষ্য করে সরাসরি মুখ্যমন্ত্রী বলেন, “বালি খাদান, অন্যের পার্টি অফিস দখল এইসব করে আর কতদিন”? অবস্হা বুঝতে পেরে সৌমিত্র খাঁ এটুকু বুঝেছিলেন যে উনিশের ভোটে হয়তো তৃণমূল থেকে তার পক্ষে টিকিট পাওয়া সম্ভব নয়। সেখান থেকেই গেরুয়া শিবিরে যোগদানের চিন্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here