লাল-হলুদের  নতুন কো-স্পনসর নিয়ে জল্পনা অব্যহত

0
415

দেশের সময় : ইস্টবেঙ্গলের নতুন স্পনসর নিয়ে জল্পনা তৈরি হয়েছে। বার্সেলোনার মতো ক্লাবের ব্রান্ডিংয়ের সঙ্গে যুক্ত এমন স্পনসর লাল-হলুদের নয়া কো-স্পনসর হতে পারে। মূলত এরা ইস্টবেঙ্গল ক্লাবের ব্রান্ডিং স্পনসর হিসেবে যুক্ত হবেন। এর আগেও পিয়ারলেসকে কো-স্পনসর হিসেবে লাল-হলুদে দেখা গিয়েছিল।

অনেকটা তেমন ভাবেই লাল-হলুদের সঙ্গে যুক্ত হবে ওই সংস্থা।এবার ক্লাবে কোনও ইনভেস্টর নেই। কোয়েস চলে যাওয়ার পরে এখনও পর্যন্ত কোনও ইনভেস্টর পায়নি লাল-হলুদ। তাই ছোট ছোট স্পনসর নিয়ে আইএসএল খেলার পরিকল্পনা করেছিল তারা। এখনও পর্যন্ত ইনভেস্টর নয়, স্পনসরের খোঁজে রয়েছেন লাল-হলুদ কর্তারা। যারা লাল-হলুদ ক্লাবের নতুন কো-স্পনসর হতে পারে ইতিমধ্যেই সেই সংস্থার হোডিং দেখা গিয়েছে ক্লাব গ্রাউন্ডে।

তারপর থেকেই জল্পনা আরও বেড়ে গিয়েছে। তাহলে কী আইএসএলে খেলা নিশ্চিত হয়ে গেল? তবে প্রশ্ন এখনও  রয়েছে লাল-হলুদ জনতার মধ্যে। কারণ এই বিষয়ে এখনও নিশ্চয়তা দিতে পারেননি কোনও কর্তা। 

Previous articleপৃথিবীর টানে ছুটে এসেছে ‘পারসেড’আলোর ফুলকি ছড়াবে,আজ রাতের আকাশে উল্কাবৃষ্টি
Next articleবিশ্বের সেরা একশোতে মুকেশের রিলায়েন্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here