দেশের সময় ওয়েব ডেস্কঃ মঙ্গলবার বিকেলে আচমকাই মুখ্যমন্ত্রী লালবাজারে পৌঁছন। লালবাজার চত্বর ঘুরে দেখার পর তিনি কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মার ঘরে যান। তাঁর কাছ থেকে বাহিনী সম্পর্কে খোঁজখবর নেন।
লালবাজার সূত্রে জানা গিয়েছে, নগরপালের কাছে মুখ্যমন্ত্রী কলকাতা পুলিশের কর্মীরা কেমন আছেন জানতে চান। খোঁজ খবর নেন পুলিশের ব্যারাকগুলিরও। কমিশনারকে তাঁর ঘরের জানলা খুলে রাখার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এবং তাঁদের নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে দাঁড়াতে বলেন। বেশি কাছাকাছি থাকতে বারণ করেন। নীচে নেমে তিনি সদর দফতরে উপস্থিত পুলিশ কর্মীদের এই কঠিন পরিস্থিতিতে কাজ করার জন্য ধন্যবাদ জানান।
পরে নবান্ন সূত্রে জানা যায়, আগামী ১৫ মে পর্যন্ত পুলিশ কর্মীদের জন্য ১০ লাখ টাকার বিমা করেছে রাজ্য সরকার। কোনও পুলিশ কর্মীর পরিবারের কেউ অসুস্থ হলেও তাঁকে বিমার আওতায় রেখে চিকিৎসার ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। কলকাতা পুলিশের এক আধিকারিক এ দিন বলেন, ‘‘মুখ্যমন্ত্রীর এই পরিদর্শন কলকাতা পুলিশের কর্মীদের মনোবল বাড়াবে অনেকটাই।
ছবি- দেশের সময়৷