লকডাউনে স্থগিত হয়ে যাওয়া দশম এবং দ্বাদশ শ্রেণির বাকি বোর্ড পরীক্ষাগুলির সূচি প্রকাশ করল সিবিএসই

0
1313

দেশের সময় ওয়েবডেস্কঃ লকডাউনের জন্য স্থগিত হয়ে যাওয়া দশম এবং দ্বাদশ শ্রেণির বাকি বোর্ড পরীক্ষাগুলির সূচি সোমবার প্রকাশ করল সিবিএসই। উত্তরপূর্ব দিল্লিতে দ্বাদশ শ্রেণির ভৌতবিজ্ঞানের পরীক্ষা হবে ৩ জুলাই, অ্যাকাউন্টেন্সি হবে ৪ জুলাই, রসায়ন হবে ৬ জুলাই, অঙ্ক হবে ১৫ জুলাই। সারা দেশে বিজনেস স্টাডিসের পরীক্ষা হবে ৯ জুলাই এবং ভুগোল হবে ১১ জুলাই।


উত্তরপূর্ব দিল্লিতে গত ফেব্রুয়ারিতে ঘটা হিংসার জন্য দশম শ্রেণির বোর্ড পরীক্ষা পিছিয়ে গিয়েছিল। সেই পরীক্ষাগুলির মধ্যে সমাজ বিজ্ঞান হবে পয়লা জুলাই। বিজ্ঞানের থিওরি এবং প্র‌্যাক্টিক্যাল ছাড়া বিজ্ঞান হবে দোসরা জুলাই, হিন্দির এ এবং বি, দুটি কোর্সই হবে ১০ জুলাই। ইংলিশ কমিউনিকেটিভ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং ইংলিশ সাহিত্য, তিনটে পরীক্ষাই হবে ১৫ জুলাই। সব পরীক্ষাই চলবে সকাল ১০.‌৩০ থেকে দুপুর দেড়টা পর্যন্ত। পরীক্ষার্থীদের সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে, মাস্ক পরে, স্বচ্ছ বোতলে নিজেদের স্যানিটাইজার নিয়ে পরীক্ষার হলে ঢুকতে নির্দেশিকায় বলা হয়েছে। 

Previous articleআমফান: শক্তি বাড়িয়ে দ্রুত ধেয়ে আসছে উপকূলের দিকে, চরম সতর্কতা ও প্রস্তুতি রাজ্যে
Next article১৫ দিনে সব শ্রমিককে রাজ্যে ফেরাব, প্রত্যয়ের সঙ্গে বললেন মুখ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here