রোগীকে ওয়ার্ড থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার অভিযোগ বনগাঁ হাসপাতালের বিরুদ্ধে

0
1925

দেশের সময় ওয়েবডেস্কঃ হাসপাতালে চিকিৎসাধীন এক ব্যক্তিকে ওয়ার্ড থেকে টেনেহিঁচড়ে বাইরে বের করে দেওয়ার অভিযোগ। শুধু তাই নয় বাইরে বের করার পর ওই ব্যক্তির গায়ে জল ঢেলে দেওয়া হয়, লাথি মেরে ওয়ার্ডের বাইরে রাস্তার ওপর ফেলে দেওয়া হয় ।

তার পোশাক-আশাক এর দৃশ্য দেখার পর স্বভাবতই ক্ষেপে ওঠেন হাসপাতালে ভর্তি থাকা রোগীর অন্য আত্মীয় পরিজনেরা। শুরু করেন সমবেত প্রতিবাদ। রবিবার সকালে বনগাঁ হাসপাতালের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ জানা গেছে, হাসপাতালে এক অস্থায়ী কর্মী এই কাণ্ড ঘটিয়েছেন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বনগাঁ থানার পুলিশ, এরপর পুলিসি হস্তক্ষেপে ঐ রুগী কে পুনরায় ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় ৷ হাসপাতালে ভর্তি থাকা একজন রোগীর প্রতি এরকম অমানবিক ব্যবহারের জেরে স্বভাবতই আতঙ্কিত হয়ে পড়েন হাসপাতালে ভর্তি থাকা অন্য রোগীর আত্মীয় স্বজনেরা। হাসপাতালের সুপার শঙ্করপ্রসাদ মাহাতো জানান, প্রাথমিকভাবে অভিযুক্ত আয়াকে কাজ থেকে বসিয়ে দেওয়া হয়েছে। ওই রোগীর মানসিক সমস্যাও রয়েছে বলে জানাগেছে৷৷

Previous articleঅঙ্কিত’ টিএমটি বারের ব্র্যান্ড আম্বাসাডর মেরি কম
Next articleভোট প্রচারে বেরিয়ে কীর্তনের আসরে হারমোনিয়াম বাজালেন তৃণমূল প্রার্থী মমতা ঠাকুর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here