রাত পোহালেই দীপাবলি ,কুমোরটুলির ব্যস্ততা তুঙ্গে দেখুন ভিডিও

0
951

অর্পিতা দে,কলকাতা: রাত পোহালেই দীপাবলি। সেই উপলক্ষ্যে কলকাতার কুমোরটুলির ব্যস্ততা তুঙ্গে। দ্বীপান্বিতা অমাবস্যার রাতে প্রদীপের আলোয় ঘরবাড়ি আলোয় সাজিয়ে তুলতে কে না চায়, চিনা আলোর সাথে প্রতিযোগিতায় সবসময়ই এগিয়ে বাংলার মাটির প্রদীপ। আর সেজন্যই বিভিন্ন ধরণের রঙিন প্রদীপের পসরা নিয়ে হাজির দোকানিরাও। এইসব প্রদীপ তৈরী হয় মূলত বনগাঁ বারাসাত অঞ্চলের বিভিন্ন গ্রামে।

দেখুন ভিডিও:

দীপাবলির পর থেকেই শুরু হয়ে যায় আবার নতুন প্রদীপ তৈরির কাজ চলে একবছর ধরে। দুর্গাপুজোর আগেই সেগুলি বাজারে চলে আসে৷ সেখান থেকে ছড়িয়ে পরে দেশের নানা প্রান্তে এমনকি বিদেশেও ৷

Previous articleসন্তান লাভের পরেই কালীপুজোর প্রচলন গোবরডাঙার জমিদার বাড়িতে
Next articleDesher Samay E paper

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here