দেশের সময় ওয়েবডেস্কঃ প্রতিবাদী ভূমিকায় অভিনেত্রী-সাংসদ মিমি চক্রবর্তী। গতকাল অর্থাৎ সোমবার রাতে বাড়ি ফেরার সময়ে এক ট্যাক্সিচালকের কটূক্তি ও অভব্য আচরণের শিকার হন বলে জানিয়েছেন মিমি। সঙ্গে সঙ্গে প্রশাসনিক পদক্ষেপ করেন তিনি। তাঁরই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে ট্যাক্সিচালককে। আজ মঙ্গলবার আদালতে তোলা হবে তাঁকে।
পুলিশ জানিয়েছে, ঘটনার সূত্রপাত মিমি জিম থেকে বাড়ি ফেরার সময়। সোমবার রাতে বালিগঞ্জ ফাঁড়ি এলাকায় মিমির সঙ্গে এই ঘটনা ঘটেছে। সরকারি গাড়িতেই ছিলেন তিনি। হঠাৎ একটি ট্যাক্সি ক্রমাগত হর্ন বাজিয়ে মিমির গাড়িকে ওভারটেক করে। তখনই গাড়ির কাচ নামান মিমি। এর পরে বালিগঞ্জ ও গড়িয়াহাটের মাঝামাঝি ট্র্যাফিক সিগন্যালে তাঁর গাড়িটি দাঁড়ালে পাশে দাঁড়ানো ট্যাক্সিটির চালক তাঁর দিকে অশ্লীল অঙ্গভঙ্গি করে বলে দাবি করেন মিমি।
তখনই সটান গাড়ি থেকে নামেন তিনি, ট্যাক্সিচালককেও টেনে নামান। ঘটনাচক্রে গতকাল মিমির দেহরক্ষী তাঁর সঙ্গে ছিলেন না। মিমি ওই ট্যাক্সিচালককে নামিয়ে পুলিশে দেবেন বলে ধমক দেন, ততক্ষণে রাস্তায় লোক জমে গিয়েছে। তবে ট্যাক্সি নিয়ে পালিয়ে যায় চালক।
এর পরেই গড়িয়াহাট থানার পুলিশের সঙ্গে যোগাযোগ করেন মিমি। পুলিশ দ্রুত ঘটনাস্থলে আসে। লিখিত অভিযোগও দায়ের করেন। রাতেই ট্যাক্সিটিকে আটক করে চালককে গ্রেফতার করে পুলিশ।
মিমি জানিয়েছেন, তিনি সরকারি গাড়িতে ছিলেন, তবু এমন অভব্যতার শিকার হলেন। সাধারণ মানুষের নিরাপত্তা তো তাহলে আরওই তলানিতে! এমন ঘটনা যাতে না ঘটে, সে জন্যই তিনি কড়া হাতে প্রতিবাদ করেন এবং পুলিশের সঙ্গে যোগাযাগ করেন বলে জানান।
পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েই দ্রুত গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত চালককে। তার নাম দেবা যাদব, বয়স ৩২ বছর। তাকে গ্রেফতার করা হয় বাইপাসের ধারে আনন্দপুর থানা এলাকা থেকে। ধৃতের বিরুদ্ধে শ্লীলতাহানি, অশ্লীল ইঙ্গিত এবং কটূক্তির ধারায় গড়িয়াহাট থানায় একটি মামলা রুজু করা হয়েছে।