মুখ্যমন্ত্রীর উদ্যোগে জেলার সাংবাদিকদের টিকাকরণ

0
366

দেশের সময়:বনগাঁ: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রাজ্য স্বাস্থ্য দফতরের উদ্যোগে এবং উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় বৃহস্পতিবার জেলার সাংবাদিকদের টিকাকরণের ব্যবস্থা করা হল।

জেলা তথ্য সংস্কৃতি দপ্তরের পাঠানো তালিকা অনুযায়ী জেলার পাঁচটি মহকুমার নির্দিষ্ট পাঁচটি সরকারি হাসপাতলে এই টিকাকরণের কাজ হয়। সরকারি পরিচয়পত্র আছে এমন সাংবাদিকদের পাশাপাশি সংবাদপত্র এবং বৈদ্যুতিন মাধ্যমের সঙ্গে যুক্ত জেলার তিন শতাধিক সাংবাদিককে টিকাকরণের ব্যবস্থা করা হয়।

এদিন বনগাঁ মহকুমার ২১ জন সাংবাদিককে বনগাঁ মহকুমা হাসপাতাল টিকা দেওয়ার ব্যবস্থা করা হয় বলে জানান হাসপাতালের সুপার ডাক্তার শঙ্কর প্রসাদ মাহাতো। রাজ্য সরকারের ব্যবস্থাপনায় এবং বনগাঁ হাসপাতালে সহযোগিতায় এই কর্মসূচিতে খুশি সাংবাদিকেরা।

Previous articleট্রাভেলগ: সো মোরিরি ও সো কার লেক
Next articleস্পুটনিক ভি টিকা এল দেশে, মিলবে আগামী সপ্তাহেই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here