মা জন্ম দেন, চিকিৎকরা পুনর্জন্ম দেন, ডক্টরস ডেতে ভিডিও বার্তা প্রধানমন্ত্রীর

0
1025

দেশের সময় ওয়েবডেস্কঃ চিকিৎসক দিবসে বিশেষ বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে করোনাভাইরাস মোকাবিলায় চিকিৎসকরা যে ভাবে কাজ করছেন তার উল্লেখ করে কুর্নিশ জানিয়েছেন মোদী। সেই সঙ্গেই তিনি বলেছেন, “মা আমাদের জন্ম দেন, কিন্তু চিকিৎসকরা আমাদের বারবার পুনর্জন্ম দেন। তাঁরা ঈশ্বরের সমান।”

এদিন একটি ভিডিও নিজের টুইটার হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে তিনি বলেছেন, চিকিৎসকরা নিজেদের বিপদের মুখে ঠেলে বহু মানুষের জীবন বাঁচাচ্ছেন। চিকিৎসকদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোভিড-১৯ অতিমারীর বিরুদ্ধে সঙ্ঘবদ্ধ লড়াইয়ে সামনের সারিতে থাকা ডাক্তারদের ভূমিকার প্রশংসা করেছেন তিনি। নরেন্দ্র মোদী বলেছেন, ভারত আমাদের ডাক্তারদের কুর্ণিশ করছে। ওঁরা ব্যতিক্রমী সেবা দানকারীর ভূমিকা নিয়েছেন। কোভিড-১৯ এর বিরুদ্ধে যে সংগ্রাম চলছে তাতে সামনের সারিতে আছেন ওঁরা। বলেছেন, নিজেরা ঝুঁকি বহন করে বহু জীবন বাঁচান ওঁরা।

প্রসঙ্গতঃ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিশিষ্ট চিকিৎসক বিধানচন্দ্র রায়ের জন্মবার্ষিকীর দিন অর্থাত ১ জুলাইকে ভারতে ডক্টরস ডে হিসাবে পালন করা হয়ে থাকে। এই দিনটি আবার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ডে হিসেবেও পালিত হয়। সেই জন্যও এদিন আরও একটি টুইটে লিখেছেন, আমাদের শিল্পমুখী সিএ সম্প্রদায়ের স্বাস্থ্যবান, স্বচ্ছ অর্থনীতি নির্মাণে একটা বড় ভূমিকা রয়েছে। দেশের প্রতি ওঁদের সেবার মূল্যও খুব বড়।

সকলকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টস ডে-র অভিনন্দন। চিকিৎসকদের মতো চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসদের জন্যও একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি। তাতে সমাজের অর্থনৈতিক সুস্বাস্থ্য রক্ষায় চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টসদের বড় ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

Previous articleতামিলনাড়ুর তাপবিদ্যুৎ কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, মৃত অন্তত ৬, আহত কমপক্ষে ১৭
Next article১ অগস্টের মধ্যে প্রিয়ঙ্কা গান্ধীকে সরকারি বাংলো ছাড়ার নোটিস ধরাল কেন্দ্র

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here