মাঞ্চোং কে নিয়ে উচ্ছসিত লাল হলুদ শিবির, ইচ্ছে থাকলেও দলে নেই সনি নর্দে

0
4586

দেশের সময়, ওয়েব ডেস্ক:- বড়ো ম্যাচে ছিলেন না দলের প্রথম একাদশে। শুধু তাই নয় ১৮জনের দলেও জায়গা হয়নি পরবর্তী লাজং ম্যাচে। তবে অবশেষে স্বস্তিতে বাগান গোল কিপার শিল্টন পাল। সূত্রের খবর, ডার্বি ও লাজং ম্যাচের পর পুনরায় দলে প্রত্যাবর্তন করছেন প্রাক্তন মোহনবাগান অধিনায়ক। তবে শিল্টন দলে ফিরলেও বিষন্নতাকে সম্পুর্ন দূর করতে পারলো না সবুজ মেরুন শিবির। এখনও পুরোপুরি ফিট না থাকায় আগামীকাল নেরোকা-র বিরুদ্ধেও মাঠে থাকছেন না সনি নর্দে। বাগান সূত্রে খবর, নেরোকা ম্যাচে সনি-র নামার ইচ্ছে থাকলেও বাঁধ সেধেছে তার এমআরআই রিপোর্ট। যা দেখে হাইতিয়ান ম্যাজিশিয়ান কে দলের বাইরে রাখার সিদ্ধান্ত চূড়ান্ত করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। অন্যদিকে জল্পনার অবসান ঘটিয়ে লাল হলুদ শিবিরে ট্রায়ালে নামলেন সেইমিনমাং মাঞ্চোং। তিনি দিল্লি ডায়নামোস-এর হয়ে ফরোয়ার্ড পজিশনে খেলেন। ক্রীড়া মহলের মতে, আক্রমণের পাশাপাশি রক্ষন বিভাগেও সমান নজর দিতে চাইছে ইস্টবেঙ্গল। সেক্ষেত্রে জবি, বালি-দের চাপ কমাতেই এমন সিদ্ধান্ত। তবে ১৮বছর বয়সই মাঞ্চোং ভারতীয় ফুটবলে একেবারেই নতুন মুখ। আইএসএল-এ দিল্লি ডায়নামোজে সই করলেও পরিবর্ত হিসেবে মাঠে নেমে একটি ম্যাচে মাত্র আট মিনিট খেলেছেন তিনি। এখন নিজের তত্বাবধানে তাকে কোন পথে পরিচালনা করেন আলেহান্দ্রো, এখন সেটাই দেখার।

Previous articleমনের মানুষের টানে ছুটে আসি শান্তিনিকেতন পৌঁষ মেলায়
Next articleরাত বাড়লেই আসছে চোর, আতঙ্কিত অশোকনগর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here