মতুয়ারা আমাদের সঙ্গেই আছেন : রাহুল সিনহা

0
1031

দেশের সময়: ‘মতুয়ারা আমাদের সঙ্গেই আছেন। তৃণমূল আমাদের সঙ্গে মতুয়াদের ভাগাভাগি করার চেষ্টা করছে। তাতে কোন লাভ হবেনা। মতুয়াদের ভোট আমরাই পাব।’ শুক্রবার এই দাবি করলেন বিজেপি নেতা তথা হাবরা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাহুল সিনহা।

এদিন মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি তথা বনগাঁ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ শান্তনু ঠাকুর কে সঙ্গে নিয়ে ঠাকুরনগর ঠাকুরবাড়ির হরিচাঁদ-গুরুচাঁদ মন্দিরে পুজো দেন রাহুল সিনহা। পুজো দেওয়ার পর রাহুল সিনহা জানান, ‘ঠাকুরবাড়ির সঙ্গে আমার সম্পর্ক দীর্ঘদিনের। বড়মা বেঁচে থাকতেও বহুবার এখানে এসেছি। ওনার চলে যাওয়ার দুঃসংবাদ পেয়েও এসেছি।

মঞ্জুলকৃষ্ণ ঠাকুর আমার হাত ধরেই বিজেপিতে যোগদান করেছিলেন। বনগাঁ লোকসভা কেন্দ্রে শান্তনুকে টিকিট দিয়েছিল দল তিনি জয়লাভ করেছেন। ফলে এখন সেও বিজেপি, আমিও বিজেপি। আমার প্রচারে শান্তনু ঠাকুর সক্রিয় ভূমিকা নেবেন।’


রাহুল সিনহা এদিন আরো বলেন, ‘রাজ্যে ক্ষমতায় আসার এক মাসের মধ্যেই মতুয়াদের নাগরিকত্বের কার্ড দেওয়া হবে।’ এই প্রসঙ্গে মমতা ঠাকুর তাঁর প্রতিক্রিয়ায় বলেন, ‘বিজেপি ভাওতাবাজের দল। যারা ভাওতা দিতে দিতে দেশটাকেই বিক্রি করে দিয়েছে, তারা নাকি আবার নাগরিকত্ব দেবে। এ সবই মিথ্যা।’

Previous articleনন্দীগ্রামে দিদি হারছেন, নিজেই বুঝে গিয়েছেন, ক্ষমতায় এলে উত্তরবঙ্গে তৈরি করা হবে এইমস -এর ধাঁচে হাসপাতাল, প্রতিশ্রুতি শাহের
Next articleতৃণমূল আর বিজেপি টাকার এপিঠ আর ওপিঠ : ঋজিনন্দন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here