ভয় নেই ভারতীয় মুসলমানদের,রাজ্যসভায় নাগরিকত্ব বিল পেশ করে বললেন অমিত শাহ

0
688

দেশের সময় ওয়েবডেস্কঃ লোকসভায় নাগরিকত্ব বিল নিয়ে জোর বিতর্ক হলেও তা পাশ করাতে বিশেষ কাঠখড় পোড়াতে হয়নি নরেন্দ্র মোদী, অমিত শাহদের। সংসদের নিম্ন কক্ষে নাগরিকত্ব সংসোধনী বিল পাশ হওয়ার দু’দিনের মধ্যে বুধবার রাজ্যসভায় বিল পেশ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। এদিন রাজ্যসভায় বিল পেশের বক্তৃতায় অমিত শাহ বলেন-

১. ভারতীয় মুসলমানদের ভয় পাওয়ার কারণ নেই।
২. সংখ্যালঘুদের ভয় পাওয়াতে চাইছে কিছু শক্তি। তারা আসলে রাজনীতি করতে চাইছেন।
৩. আমরা ভোটের পর রাজনীতি করছি না। যা কর্মসূচিতে বলেছিলাম, সেটাই করছি।
৪. শরণার্থীদের নিয়ে সবাই রাজনীতি করেছে, কেউ উপযুক্ত পদক্ষেপ নেয়নি।
৫. পড়শি দেশ থেকে আসা শরণার্থীদের নাগরিকত্ব দেবে সরকার।
৬. যাঁদের নামে মামলা আছে সেই মামলা তুলে নেওয়া হবে।
৭. এই বিলের মাধ্যমে অধিকার পাবেন শরণার্থীরা।

রাজ্যসভায় এই বিল পেশ করানো কিছুটা চ্যালেঞ্জ বিজেপির। বর্তমানে রাজ্যসভায় ২৪০ জন সদস্য আছেন। সেখানে ১২১ টি ভোট পেলে কোনও বিল পাশ হতে পারে। বিজেপি ও তার জোট শরিক এডিএমকে, জনতা দল ইউনাইটেড এবং অকালি দলের মোট এমপির সংখ্যা ১১৬। কিন্তু এনডিএর শরিকদের মধ্যেই এ নিয়ে মতবিরোধ তৈরি হয়েছে। নাগরিকত্ব বিল নিয়ে দ্বিধাবিভক্ত জনতা দল ইউনাইটেড। এখন দেখার সংসদের উচ্চকক্ষে ভোটাভুটিতে কী সংখ্যা দাঁড়ায়।

Previous articleDaily Shot ? “অবাক যান”
Next articleগুজরাত দাঙ্গায় নানাবতী কমিশন ক্লিনচিট দিল মোদীকে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here